সিসিনিউজ: নীলফামারীর ডিমলা উপজেলার দক্ষিন গয়াবাড়ী গ্রামে যৌতুকের টাকার জন্য শাহিনা (২৪) নামের এক গৃহবধূর শরীরে গরম পানি ঢেলে ঝলসে দিয়েছে স্বামী ও শ্বাশুড়ী। বৃহস্পতিবার সন্ধ্যার এ ঘটনার পর ওই গৃহবধুকে ঘরের ভেতর আটকিয়ে রাখা হয়। খবর পেয়ে গ্রামের লোকজন ওই গৃহবধুকে উদ্ধার করে আশংকাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে।
জানা গেছে ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের নাউতারা নিজপাড়া গ্রামের সহিদুল ইসলামের মেয়ে শাহিনা আক্তারের সাথে একই উপজেলার গয়াবাড়ী ইউনিয়নের দক্ষিন গয়াবাড়ী গ্রামের মশিয়ার রহমানের ছেলে মহসিন আলীর ৬ বছর পুর্বে বিয়ে হয়। শাহিনার পিতা সহিদুল ইসলাম অভিযোগ করে বলেন, বিয়ের সময় ছেলে পক্ষ ২ লাখ টাকা যৌতুক দাবি করেছিল। এর মধ্যে ১ লাখ ৬৫ হাজার ছেলে পক্ষকে নগদ প্রদান করা হয়েছিল। বিয়ের ৬ বছরে মেয়ের সংসারে ২ বছরের একটি কন্যা সতœান রয়েছে। জামাতা ও মেয়ের শাশুড়ি যৌতুকের বাকী টাকার জন্য শাহিনার উপর প্রায় সময় নির্যাতন করে আসছে। এমনকি যৌতুকের বাকী ৪৫ হাজার টাকার জন্য দুই বার বাড়ি থেকে বের করে দিয়েছিল। তখন স্থানীয় ইউপি সদস্য সহ এলাকাবাসী ঘটনাটি মিমাংসা করে দিলে শাহিনা পুনারায় স্বামীর সংসারে ফিরে যায়।
তিনি জানায়, প্রতিবেশির মাধ্যমে সংবাদ পেয়ে আমরা মেয়ের বাড়ি ছুটে যাই। গিয়ে দেখি মেয়েকে গরম পানি দিয়ে শরীর ঝলসে দেয়ার পর একটি ঘরে আটকিয়ে রাখা হয়েছে। সেখানকার গ্রামের লোকজনের সহায়তায় মেয়েকে উদ্ধার করে রাতে ডিমলা হাসপাতালে ভর্তি করে।
গরম পানিতে শরীর ঝলসে যাওয়া হাসপাতালে চিকিৎসাধীন শাহিনা বেগম জানায়, যৌতুকের টাকার কারনে স্বামী মহসিন আলী ও শাশুড়ী মোহসেনা বেগম প্রতিনিয়ত নির্যাতন করত। বৃহস্পতিবার সন্ধ্যায় তারা যৌতুকের টাকার জন্য তাকে গালমন্দ করতে থাকে। এ সময় চুলার উপর থাকা ভাত রান্নার গরম পানি তার শরীরে ঢেলে দেয় শাশুড়ি ও স্বামী । এতে তার শরীরের ঘাড়, পিঠ, বুক, হাটুদ্বয় ও দু’ই চোখের চারপাশ ঝলসে গেছে। ডিমলা থানার ওসি শওকত আলী জানান, অসুস্থ শাহিনাকে দেখার জন্য ডিমলা হাসপাতালে গিয়েছিলাম। তার পিতাকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।