নীলফামারী প্রতিনিধি: যৌন হয়রানীর অপরাধে নীলফামাীতে খন্দকার মেশকাত আলী(৬০) নামে এক গ্রাম্য কবিরাজের ১বছর বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্ত মেশকাত সদর উপজেলার চওড়া বড়গাছা ইউনিয়নের কাঞ্চনপাড়া নতিবাড়ি গ্রামের তাজিম উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেলে একই এলাকার মকবুল হোসেনের শিশু কন্যাকে যৌন হয়রানী করে কবিরাজ মেশকাত। ঘটনাটি জানাজানি হলে পালিয়ে যায় কবিরাজ। শনিবার সকালে কবিরাজকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করলে ভ্রাম্যমান আদালতে তাকে হাজির করে পুলিশ।
শনিবার দুপুরে ভ্রাম্যমান আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাবেত আলী মেশকাতের এক বছর বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। নীলফামারী সদর থানার উপ পরিদর্শক(এসআই) আসাদুজ্জামান আসাদ জানান, দন্ডপ্রাপ্তকে বিকেলে জেলা কারাগাড়ে প্রেরণ করা হয়েছে।