খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলার ৬নম্বর গোয়ালডিহি ইউনিয়নের উন্নয়নে ২০১৪-২০১৫ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল সাড়ে ১১ টায় গোয়ালডিহি ইউনিয়ন পরিষদ চত্ত্বরে ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটনের সভাপতিত্বে উন্মুক্ত বাজেট ঘোষণা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের দিনাজপুর প্রোগ্রাম ইউনিট ম্যানেজার মোবারক হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক নূর ইসলাম শাহ্, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, শিশু সাংবাদিক লতা রায়, প্ল্যান বাংলাদেশের ইউনিয়ন কো-অডিনেটর আবুল হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন। এ সময় ইউপি সদস্য আব্দুর রহমান, হবিবর রহমান, মহির উদ্দিন, গণেশ চন্দ্র রায়, প্রভাষ চন্দ্র রায়, আব্দুল মজিদ শাহ্, রওশন আলী শাহ রোকন, বিমল চন্দ্র রায়, একরামুল হক, সংরক্ষিত মহিলা আসন সদস্য নুরবানু আক্তার, উষা রানী রায়, যশোদা বালা দেবী এবং বিভিন্ন গ্রাম উন্নয়ন কমিটির সভাপতিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ২০১৪-১৫ অর্থ বছরের বাজেট উপস্থাপন করেন ইউপি সচিব সুরেশ চন্দ্র রায়। বাজেটে আয় ধরা হয়েছে ৫০ লাখ ২০ হাজার ৪৫৬ টাকা। ব্যয় নির্ধারণ করা হয়েছে ৫০ লাখ ১৪ হাজার ৮১৫ টাকা। এ বাজেটে যোগাযোগ, কৃষি, স্বাস্থ্য ও পয়ঃপ্রণালী এবং ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান মেরামাতের উপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। অনুষ্ঠান পরিচালনা করেন ওয়াস ফ্যাসিলিটেটর জাহিদ হোসেন পাটোয়ারী।