চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামে চিলমারীতে জাকজমক ভাবে আওয়ামীগের ৬৫তম প্রতিষ্ঠা বাষিকী পালিত হয়েছে।
আওয়ামীলীগ চিলমারী উপজেলা শাখার উদ্যোগে সোমবার সকাল ১০টায় জাতীয় ও দলীয় পতাকার উত্তোলন, কেক কাটা। সকাল ১১টায় বর্ণাঢ্য র্যালী বের করা হয়। রালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পরিষদ চত্বরে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন আওয়ামীগের উপজেলা সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শওকত আলী সরকার বীর বিঞম, আওয়ামীগের সাধারন সম্পাদক মো.আঃ কুদ্দুস সরকার,সাংগঠনিক সম্পাদক জয়নুল আবেদীন উপজেলা মুক্তিযোদ্বা কমন্ডার জয়নুল আবেদীন, ছাএ লীগ সাধারন সম্পাদক আবু আব্দুল্লাহ সিদ্দিক শুভ প্রমুখ।