রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ৭টি ইউনিয়নে আশ্রায়ন-২ প্রকল্পের আওতায় অতিদরিদ্র ৮টি পরিবারের মাঝে বসতবাড়ি নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আশ্রায়ন প্রকল্প-২ এর আওতায় সরকারিভাবে ১৮ লাখ ৮৭ হাজার ৭৮০ টাকা বরাদ্দ পাওয়া গেছে। এতে উপজেলার ৭টি ইউনিয়নে ৮টি হতদরিদ্র পরিবারের মাঝে ৮টি বসত ঘর বিশুদ্ধ পানির ব্যবস্থা, পাকা ল্যাট্রিন নির্মান করা হবে। গতকাল এ কাজের উদ্বোধন করেন রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল হাসেম ও উপজেলা নির্বাহী অফিসার মো. সাজেদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন-রাজারহাট সদর ইউপি চেয়ারম্যান মো. এনামুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ছানাউল্লা নুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. কফিল উদ্দিনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।