• শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০৩:১৮ অপরাহ্ন |

ব্রাজিলের শততম বিশ্বকাপ ম্যাচে নেইমারের শততম গোল

Naymar 22খেলাধুলা ডেস্ক: ক্যামেরুনের বিরুদ্ধে সোমবার নেইমারের প্রথম গোলটি ছিল এবারের বিশ্বকাপের শততম গোল। আর ব্রাজিল এ দিন খেলে তাদের শততম বিশ্বকাপ ম্যাচ। নেইমার অবশ্য প্রথম গোল করেই বসে থাকেননি। আরেকটি গোল করেছেন। আর এর মাধ্যমে ব্রাজিল জিতেছে ৪-১ গোলে।
এই ম্যাচের মাধ্যমে নেইমার দেখিয়ে দিলেন কেন তার দিকে সবার নজর। বিশ্ব ফুটবলে তার অনেক দেয়ার আছে।
তিনি মাইলফলক গোলটি করেন খেলার ১৭ মিনিটে। মিডফিল্ডার লুই গুস্তাভোর কাছ থেকে পাস পেয়ে চমৎকারভাবে তা জালে জড়িয়ে দেন।
২২ বছর বয়স্ক নেইমার এ পর্যন্ত ব্রাজিলের হয়ে ৫২টি ম্যাচ খেলে করেছেন ৩৫টি গোল। প্রতি তিনটি ম্যাচে দুটির কিছু বেশি। সোমবার তার দ্বিতীয় গোলটি তাকে ব্রাজিলের সর্বকালের গোলদাতাদের তালিকায় রিভাল্ডোকে হটিয়ে ষষ্ট স্থানে উঠিয়ে এনেছে। তার সামনে থাকা পাঁচজন হলেন পেলে, জিকো, রোনালদো, রোমারিও ও বেবেতো।
এবারের বিশ্বকাপে বেশ গোল হচ্ছে। এভাবে চলতে থাকলে এই বিশ্বকাপেই সর্বাধিক গোলের রেকর্ড হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ