টাঙ্গাইল: কালিহাতি উপজেলার এলেঙ্গা পৌরসভায় ব্রিজের রেলিং ভেঙে যাত্রীবাহী একটি বাস পৌলি নদীতে পড়ে তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৩৫ জন।
মঙ্গলবার দুপুর পৌনে একটার দিকে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গা পৌরসভায় পাশে এ দুর্ঘটনা ঘটে। আহতদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধার কাজ এখনো চলছে।
স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, বগুড়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী আর কে এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস পৌলি ব্রিজে পৌঁছলে হঠাৎ রেলিং ভেঙে নদীতে পড়ে যায়।
খবর পেয়ে স্থানীয় লোকজনের সহযোগীতায় ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায়। বাসের অন্তত ৩৭ যাত্রীকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই তিনজন মারা যায়।
টাঙ্গাইল ট্রাফিক পুলিশের সার্জেন্ট মো. আসাদ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেছে। বাসটি গভীর পানিতে পড়ায় উদ্ধার কাজে একটু বিলম্ব হচ্ছে। তবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি বলে জানান তিনি।