• বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৪:৩৮ পূর্বাহ্ন |

রায়ে সন্তুষ্ট ছায়ানটের সানজিদা খাতুন

Sanjidaবিনোদন ডেস্ক: রমনার বোমা হামলার বিচারের রায়ের প্রতিক্রিয়ায় ছায়ানটের সভাপতি ড. সানজিদা খাতুন বলেছেন, ‘দীর্ঘকাল পর একটা রায় হলো। আইন তার নিজস্ব পথে চললো। এতেই আমি সন্তুষ্ট।’ সোমবার বিকেলে রাজধানীর ছায়ানট কার্যালয়ে তৃতীয় তলায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ এসব কথা বলেন।
তিনি বলেন, ‘২০০১ সালের পহেলা বেশাখে রমানায় যে ঘটনা ঘটলো আমরা তাতেই খুব দু:খ পেয়েছিলাম। আমরা ভাবতে পারিনি সংস্কৃতির ওপর এরকম একটা আক্রমণ হতে পারে। এটাতে আমরা ছায়ানটের ওপর হামলা ভাবিনি। বাঙ্গালী সংস্কৃতির ওপর হামলা বলে মনে করি। এই হামলায় আমরা ভয় পাইনি। আমাদের শিশুরা বলেছিলো হামলা হলেও চিরকাল পহেলা বৈশাখে আমরা এ অনুষ্ঠান করে যাবো।’
এক প্রশ্নের জবাবে সানজিদা খাতুন বলেন, ‘হামলার পর আমরা কারো ওপর রাগ করিনি। বলেছি তদন্তের ব্যাপার। তদন্ত হবে বিচার হবে। বিচারের রায় যা হয় তা মেনে নিবো। আমরা বলবো না কে দোষী আর কে দোষী না।’
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কারো ফাঁসি হবে এতে আমরা খুশি না। তবে আইন তার নিজস্ব গতিতে চলবে। কেউ আইন বিরোধী কাজ করলে তার সাজা হবে।’
হামলার পর আপনার নিরাপত্তা বেড়ে গেছে এমন প্রশ্নের জবাবে ছায়ানটের সভাপতি বলেন, ‘এটা মনে খুব দুঃখ দেয়। তবে নিরাপত্ত্বা দেয়া সরকারের দায়িত্ব। যারা পাহারা দেয় তারাও মন দিয়ে গান শুনে। এটা আমাদের ভাল লাগে।
বিচার দেরিতে হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে এ সংস্কৃতি কর্মী বলেন, ‘বিচার দ্রুত চাইলেও হয় না। তদন্তের ব্যাপার থাকে। আদালতে মামলা জমা হয়ে থাকে। সময় লাগতে পারে।’
সবশেষে তিনি বলেন, এই বোমা হামলার পরও মানুষ কোনো বাধাগ্রস্থ হয়নি। বরং দিনের পর দিন আরও বেশি করে পহেলা বৈশাখের অনুষ্ঠানে ঘর থেকে বেরিয়ে এসেছে। এটা শুধু ঢাকা নয় সারাদেশেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ