চট্টগ্রাম: সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়া পিএসসি বলেছেন, ‘সেনাবাহিনীর মানোন্নয়নের লক্ষ্যে আগামী বছর বাংলাদেশ মিলিটারি একাডেমিতে বিদ্যমান দুই বছরের প্রশিক্ষণের মেয়াদ বাড়িয়ে তিন বছর করা হবে।’
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাষ্ট্রপতির প্যারেড-এর মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন তিনি।
সেনাপ্রধান নবনিযুক্ত ক্যাডেটদের দেশ ও জাতির প্রতি তাদের পবিত্র দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেন এবং সর্বোচ্চ নিষ্ঠার সাথে তাদের দায়িত্ব পালনের আহ্বান জানান।
১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময়ে বাংলাদেশ সেনাবাহিনীর গৌরোবজ্জল অবদানের কথা স্মরণ করেন তিনি।
জেনারেল ইকবাল করিম ভূইয়া বলেন, ‘আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে কর্তৃপক্ষ একই বছর থেকে বিএমএ-তে চার বছর মেয়াদি প্রকৌশল ও স্নাতক সম্মান কোর্স চালুর সিদ্ধান্ত নিয়েছে।’
তিনি বলেন, ‘পেশাগত উৎকর্ষ অর্জনের লক্ষ্যে দায়িত্ব পালনে শৃঙ্খলা ও নিষ্ঠা-এ দুটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং আপনারা নিজেদের আদর্শ সৈনিক হিসেবে গড়ে তুলুন।’
এ কুচকাওয়াজের মাধ্যমে চার জন নারীসহ মোট ১০১ জন ক্যাডেট আজ কমিশন লাভ করেন। তাদের মধ্যে চার নারীসহ ৯০ জন ক্যাডেট বাংলাদেশ সেনাবাহিনীতে এবং ১১ জন ফিলিস্তিন সেনাবাহিনীতে কমিশন লাভ করেন।
এর আগে সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়া বিএমএ প্যারেড গ্রাউন্ডে এসে পৌঁছালে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দি, চট্টগ্রামের এরিয়া কমান্ডার ও ২৪ পদাতিক ডিভিশনের জনারেল অফিসার কমান্ডিং (জিওসি) মেজর জেনারেল সাব্বির আহমেদ এবং বিএমএ-এর কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. জাহাংগীর কবির তালুকদার তাকে অভ্যর্থনা জানান।
অন্যদের মধ্যে উচ্চপদস্থ সামরিক ও বেসারিক কর্মকর্তা, ঢাকায় বিভিন্ন বিদেশি মিশনের সামরিক/ প্রতিরক্ষা অ্যাটাশে/উপদেষ্টা এবং সদ্য কমিশনপ্রাপ্ত ক্যাডেটদের বাব-মা ও অভিভাবকরা উপস্থিত থেকে এ বর্ণাঢ্য অনুষ্ঠান প্রত্যক্ষ করেন।