সিসিনিউজ: জামায়াত-বিএনপির ধর্মান্ধ রাজনৈতিক জাল ভেদ করতে সাংস্কৃতিক বিপ্লবের ওপর জোর দিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর।
বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৪-১৫ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিতে গিয়ে তিনি এ মত দেন।
মন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত জোট ধর্মান্ধতার খেলায় মত্ত। এই খেলা বন্ধ করে জনগণকে সচেতন করতে সাংস্কৃতিক বিপ্লব দরকার। যতবেশি সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালিত হবে, ধর্মান্ধতা তত বেশি দূরে যাবে।
এজন্য ঘোষিত বাজেটে ১০০ কোটি টাকার থোক বরাদ্দের জন্য অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আসাদুজ্জামান নূর তা এক হাজার কোটি টাকায় উন্নীত করার আহবান জানান।
নূর বলেন, ২০১৩ সালের ডিসেম্বরে আমার নির্বাচনি এলাকায় কাদের মোল্লার ফাঁসিকে কেন্দ্র করে এই ধর্মান্ধদের আশ্রয়-প্রশ্রয়ে আমার ওপর হামলা করা হয়েছিলো এবং তাতে চারজন নেতাকর্মী শহীদ হয়েছিল।
এছাড়াও বাজেট আলোচনায় সংস্কৃতি মন্ত্রী বাড়ি ভাড়া নিয়েও কথা বলেন।
এ সম্পর্কে তিনি বলেন, এ বিষয়ে একটি নিয়ন্ত্রণ নীতিমালা করতে হবে। ব্যাংকে ভাড়া পরিশোধের নিয়মে সুফল পাওয়া যাবে না। তার চেয়ে কোন এলাকায় সর্বোচ্চ কত টাকা বাড়ি ভাড়া হতে পারবে তার নীতিমালা প্রয়োজন।
মাদক সম্পর্কে তিনি বলেন, মাদক নিয়ন্ত্রণে প্রয়োজনে সেনাবাহিনীর সহায়তা নেওয়া যেতে পারে।