খেলাধুলা ডেস্ক: বিশ্বকাপের পঁচিশ রেফারির মধ্যে একজন মিলিয়নিয়ার রেফারিও রয়েছেন। সুইডেনের রেফারি জোনাস এরিখসন মিলিয়নিয়ার হয়েও আছেন এ পেশায়।
দীর্ঘ বিশ বছর যাবত এ পেশার সঙ্গে যুক্ত তিনি। বিশাল সম্পদের মালিক হয়েও তিনি রেফারির কাজ করে যাচ্ছেন। আর এ রেফারিং তার উপার্জন নয়, ভালোবাসার জায়গা। ভালবাসার কারণেই তিনি আছেন ফুটবলের সঙ্গে।
সম্প্রতি সুইডেনে এক মিডিয়া কোম্পানির ১৫ ভাগ শেয়ার বিক্রির পর থেকে মিলিয়নিয়ারের খাতায় নাম লিখিয়েছেন এরিখসন। তিনি এক সাক্ষাৎকারে বলেন, ‘রেফারিংটা দিনে দিনে উন্নতির পথেই হাঁটছে। আর রেফারিরাও খেলার পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিচ্ছে। একজন রেফারিকে প্রতিদিন নিজেকে তৈরি করতে হয়। আর দ্রুত গতির ফুটবলের সঙ্গে মানিয়ে নিতে হয়।’
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই রেফারিং নিয়ে হয়েছে বিতর্ক। তাই রেফারিংয়ের দিকে সতর্ক দৃষ্টি এখন ফিফার। কিন্তু সেই বিতর্ক থেকে জাপানি সতীর্থকে আগলে রাখতে চাইলেন এ মিলিয়নিয়ার রেফারি। ভালোবাসার টানে রেফারিংয়ের সঙ্গে যুক্ত এ সুইডিশ বলেন, ‘তিনি সম্প্রতি এশিয়ায় খুব ভালো করেছেন। রেফারি হিসেবে তার রেকর্ডটা ভালো।’