• শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০৪:৪৯ পূর্বাহ্ন |

চিলাহাটি-পার্বতীপুর রেলপথ: ডোমারে রেললাইনের ওপর দোকান!

Nilphamari Picসিসিনিউজ: চিলাহাটি-পার্বতীপুর রেলপথ। জীবনের ঝুঁকি নিয়ে ডোমার বাজারের রেল ক্রসিং-এর দু’পাশে রেললাইনের ওপর এভাবে বসেছে নানা ধরনের দোকান। রেললাইনের ওপর সামিনা টাঙ্গিয়ে কামারশালায় তৈরি দা, বটি, লাঙ্গল, সুপারি কাটার, ছুরি, খুন্তি সহ নানা ধরনের পসরা সাজিয়ে বসেছে এক দোকানদার। লাইনের ওপর রেডিমেড কাপড়, ফার্নিচার ও খাবার দোকানের পাশাপাশি চলছে গাছের চারা বিক্রি।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন দোকানদার জানান, সকালে খুলনা মেইল ও বিকেলে তিতুমীর নামের দু’টি ট্রেন এ পথে চলাচল করে। যখন ট্রেন আসে তাৎক্ষণিক কিছু পসরা সরিয়ে নেয়া হয়। এতে কোন অসুবিধা হয় না তাদের। তবে দোকানের জন্য রেলের এক কর্মকর্তাকে মাসে মাসে হাতে কিছু ধরিয়ে (টাকা) দিতে হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ