• শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০৬:০৫ পূর্বাহ্ন |

শিশুকে হামাগুড়ি দেওয়া শেখাচ্ছে কুকুর!

82838_1সিসি ডেস্ক: ছোট্ট মেয়েটি এখনও হামাগুড়ি দেওয়া শেখেনি। তাই কার্পেটের ওপর শুয়ে অনেকটা সাঁতার কাটার মতো হাত-পা ছুঁড়ছে। বিষয়টি নজরে আসে পাশেই শুয়ে থাকা গৃহপালিত কুকুরটির। ব্যস, সঙ্গে সঙ্গে শিশুটিকে হামাগুড়ি দেওয়া শেখানো শুরু করল ওই ‘শিক্ষক’ কুকুর!

সম্প্রতি ইউটিউবে পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেছে, বাচ্চা মেয়েটি হাত-পা ছুঁড়তে থাকলে কুকুরটি তার পেছনে গিয়ে হালকা করে গুঁতো দিয়ে তার দিকে দৃষ্টি ফেরায়। এরপর অনেকটা মানুষের হাতের মতো করে সামনের দু’ পা দিয়ে হামাগুড়ি দেয় কুকুরটি।
এ সময় ছোট্ট মেয়েটি বেশ অবাক হয়ে তাকিয়ে থাকে তার ‘শিক্ষকে’র দিকে। শুধু ওই শিশুই নয়, ভিডিওটি দেখলে যে কেউ অবাক হবে। এজন্যই ভিডিওটি ইতোমধ্যে সাড়ে ৬৬ লাখ বার দেখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ