• বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৯:৪৭ পূর্বাহ্ন |

কাহারোলে দোকান ভাংচুর করে মালামাল লুট গ্রেপ্তার-১

DSCF0055 copyকাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: কাহারোল উপজেলার ২নং রসুলপুর ইউনিয়নের ভরন্ডা গ্রামের জামতলি নামক স্থানে স্বপ্না রানীর দর্জির দোকানে গত শুক্রবার জোর পূর্বক হামলা ও ভাংচুর করে তার দোকানের মালামাল লুট করে নিয়ে যায়। ঘটনার বিবরনে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে সুরেন রায় (৩৫) পিতা গোপাল চন্দ্র রায়, মোঃ মজিবর রহমান (৩৭) পিতা আবুল হোসেন, সাদামনি সরেন (২৫) পিতা মৃতঃ ঠেনা সরেন, শুশিলা টুডু (২৩) পিতা গড়– সরেন, বানি রানী রায় (২৪) স্বামী গোপাল চন্দ্র রায়, বিষ্ণু টুডু (৩০) পিতা অজ্ঞাত সকলের সাং ভরন্ডা। এরা সকলে এই সন্ত্রাসী কার্যকলাপ চালায়। দোকান ভাংচুর ও মালামাল লুটতারাজ করে তারা বাড়িতে নিয়ে যায়। দোকানের মালিক স্বপ্না রানী রায় কাহারোল থানায় উপস্থিত হইয়া তাদের বিরুদ্ধে ১৪৩/৪৪৮/৩৮০/৪২৭/৫০৬/১১৪ দন্ড বিধি ধারা মোতাবেক একটি মামলা দায়ের করেন। সেই মামলার প্রেক্ষিতে কাহারোল থানার পুলিশ আসামীদের বাড়িতে অভিযান চালিয়ে বিভিন্ন মালামাল উদ্ধার সহ ১নং আসামী সুরেন চন্দ্র রায়কে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ