• শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০৬:১১ পূর্বাহ্ন |

পাটগ্রামে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

patgram photoলালমনিরহাট প্রতিনিধি: সামাজিক অপরাধ নির্মূলে কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদার করতে লালমনিরহাটের পাটগ্রাম থানার উদ্যোগে শনিবার বিকেলে পৌর কমিউনিটি সেন্টারের হল রুমে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয় ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা পুলিশ সুপার টিএম মুজাহেদুল ইসলাম। পুলিশ সুপার টিএম মুজাহেদুল ইসলাম তার বক্তব্যে বলেন যত দ্রুত সম্ভব যানজট নিরসনে ট্রাফিক পুলিশি কার্যক্রম বৃদ্ধি, চাঁদাবাজি বন্ধ, নিরীহ মানুষকে হয়রানি বন্ধ, মাদক চোরাকারবারি গ্রেফতার এবং পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাটগ্রাম উপজেলা চেয়ারম্যান রুহুল আমীন বাবুল, পৌরসভার মেয়র শমসের আলী, সহকারী পুলিশ সুপার (সার্কেল) আদিবুল ইসলাম।
এ ছাড়াও বক্তব্য রাখেন স্থানীয় মুক্তিযোদ্ধা কমান্ডার সালাউজ্জামান ফারুক, আব্দুল আজিজ, প্রভাষক রতন কুমার সাহা,  প্রাক্তন প্রধান শিক্ষক গোলাম রব্বানী, ব্যবসায়ী সায়েদুজ্জামান সায়েদ, দহগ্রাম ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ