• বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৩:৫৩ পূর্বাহ্ন |

ব্রাজিল-চিলি ম্যাচের রেফারি হাওয়ার্ড ওয়েবের বিতর্কনামা

Rifariখেলাধুলা ডেস্ক: বিতর্কিত রেফারিংয়ের কারণে কোটি কোটি ব্রাজিল ভক্ত ব্রাজিল-চিলি ম্যাচের রেফারি হাওয়ার্ড ওয়েবের মুন্ডুপাত করছেন। কিন্তু হাওয়ার্ড ওয়েবের রেফারিং জীবনের ইতিহাস ঘেটে দেখা যায়, কেবল ব্রাজিলের ভক্তরাই নয় বিতর্কিত সিদ্ধান্তের কারণে ২০০৮ সালে তার বিরুদ্ধে চরম ক্ষেপে গিয়েছিলেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী স্বয়ং।
২০০৮ সালের ইউরো কাপের গ্রুপ পর্বের পোল্যান্ড-অস্ট্রিয়ার মধ্যকার খেলায় একটি বিতর্কিত সিদ্ধান্ত দিয়েছিলেন রেফারি হাওয়ার্ড ওয়েব। সেই সিদ্ধান্তের কারণেই প্যানাল্টি শটের সুযোগ পায় অস্ট্রিয়া। ওই প্যানাল্টি শটের গোলে খেলাটি ড্র হয়ে হয়। সেই বিতর্কিত সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় ফুটবলভক্ত পোল্যান্ডের প্রেসিডেন্ট বলেছিলেন, একজন প্রধানমন্ত্রী হয়ে আমাকে নিয়ন্ত্রিত আচরণ করতে হয়। কিন্তু পোল্যান্ডের বিরুদ্ধে হাওয়ার্ড ওয়েবের সিদ্ধান্তে আমি পুরোপুরি বদলে গিয়েছিলাম। রেফারিকে খুন করে ফেলতে ইচ্ছা করছিল।
এইভাবে বৃটিশ বংশোদ্ভূত রেফারি হাওয়ার্ড ওয়েব রেফারি হিসেবে একই সাথে সম্মান ও সমালোচনা যুগিয়েছেন। তবে হাওয়ার্ডের সমালোচকের তালিকায় খেলোয়াড়, দলের ম্যানেজার কিংবা দর্শকরা ছাড়াও আছেন একজন বিশেষ ব্যক্তি। তিনি আরও কেউ নন, স্বয়ং হাওয়ার্ডের স্ত্রী। হাওয়ার্ড ২০১০ সালের বিশ্বকাপ ফাইনালে রেফারির দায়িত্ব পালন করেছিলেন। তখন হাওয়ার্ড সম্পর্কে তার স্ত্রী বলেছিলেন, খেলার মাঠে যেমনই হউক, ঘরের ফিরলে একেবারেই বদলে যান তিনি। সে নিজের সন্তানদের দায়িত্বই ঠিকমত পালন করতে পারে না। জানি না, কিভাবে খেলার মাঠের দায়িত্ব পালন করে!
নিজের স্ত্রীর সমালোচনায় কিছুটা মধুরতার ছোয়া থাকলেও আরও অনেক কঠোর সমালোচক ও শাস্তির মুখোমুখি হতে হয়েছে হাওয়ার্ডকে। তিনি ২০০৯ সালে এফএ কাপের ফাইনালে ম্যানচ্যাস্টার ইউনাইটেড ও টটেনহাম হটসপোরের মধ্যকার ম্যাচে একটি ভুল সিদ্ধান্ত দেন। ওই ভুল সিদ্ধান্ত থেকে পাওয়া প্যানাল্টি কিকে এগিয়ে যায় টটেনহাম হটসপোর। পরে নিজের সিদ্ধান্তকে ভুল বলে মেনে নেন হাওয়ার্ড। তবে, তাতে শাস্তি এড়াতে পারেননি। এক সপ্তাহের জন্য নিষিদ্ধ হন হাওয়ার্ড। একইভাবে যুক্তরাজ্যের ক্লাব পর্যায়ের বিভিন্ন খেলায় বিতর্কিত রেফারিং করে আলোচিত-সমালোচিত হয়েছিলেন তিনি। তবে, ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপের দ্বিতীয় পর্বে ব্রাজিল-চিলির ম্যাচের চিত্রটি ছিল একেবারেই ভিন্ন।
খেলা মাঠে গড়ানর আগেই বিতর্ক শুরু হয়েছিল রেফারি হাওয়ার্ডকে নিয়ে।
চিলির পক্ষ থেকে বারবার অভিযোগ তোলা হচ্ছিল যে, এবারের বিশ্বকাপে রেফারিদের থেকে অতিরিক্ত সুবিধা পাচ্ছে ব্রাজিল। চিলির সেনচেয আন্তর্জাতিক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, ব্রাজিলের বিপক্ষে খেলতে পেরে আমরা আনন্দিত। কিন্তু খেলায় রেফারির নিরপেক্ষ ভূমিকা থাকবে কি না তা নিয়ে আমি চিন্তিত। এমনকি, চিলির সংবাদ-মাধ্যমগুলোও ব্রাজিলের বিপক্ষে চিলির খেলায় রেফারির নিরপেক্ষ ভূমিকা থাকবে কি না তা নিয়ে প্রশ্ন তুলতে থাকে।
এর প্রতি উত্তরে ব্রাজিল দলের পক্ষ থেকে বলা হয়েছে, খেলার সময় রেফারিকে অযথাই চাপে রাখার জন্যই রেফারিকে নিয়ে অযথা প্রশ্ন তুলছে চিলি। এই ধরণের প্রশ্ন তোলা অযৌক্তিক ও শিশুসুলভ। এছাড়া, ব্রাজিলের জয়ের জন্য রেফারির সহায়তার প্রয়োজন নাই।
হয়েছেও তাই। রেফারির বিতর্কিত সিদ্ধান্তে খেলা শেষ পর্যন্ত টাই-ব্রেকারে গড়ায়। কিন্তু শেষ পর্যন্ত নিজেদের জয় নিজেরাই ছিনিয়ে এনেছে ব্রাজিল।
নক-আউট পর্বে উত্তরণের পর ব্রাজিলের কোচ স্কলারি বলেন, নিজেদের মধ্যে উদ্বগ সৃষ্টি হওয়াটা স্বাভাবিক। কেননা, আমরা জানি আমাদের ভুল করার কোন সুযোগ নাই। কিন্তু এই উদ্বগ-উৎকণ্ঠা খুবই স্বাভাবিক। আমি যখন টিমের সাথে থাকি, তখন তাদেরকে সাহস আর শক্তি যোগানর চেষ্টা করি। কিন্তু কেবল নিজে যখন ভাবতে বসি, তখন সমস্ত চিন্তা আমাকে ঝাপটে ধরে। আসলে, কারওর পক্ষেই স্বস্তিতে থাকা সম্ভব নয়। উৎসঃ   নতুনদিন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ