কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও হাজারো ভক্তের সমাগমের মধ্য দিয়ে কাহারোলে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত। দিনাজপুরের কাহারোলে আন্তর্জাতিক কৃষ্ণাভাবনামৃত সংঘ (ইস্কন) শ্রী শ্রী রাধাগোবিন্দ জীউ মন্দির প্রাঙ্গন থেকে রোববার বিকাল ৪টার সময় হাজারো ভক্তের সমাগমে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব ও র্যালী অনুষ্ঠিত হয়। র্যালীটি পুলিশি কঠোর নিরাপত্তা বেষ্টনী এবং কোন অপ্রীতিকর ঘটনা ছাড়ায় শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। রথযাত্রা উৎসব ও র্যালীর পূর্বে ধর্মীয় এক আলোচনা সভা শ্রী শ্রী রাধাগোবিন্দ জীউ মন্দির (ইস্কন) এর অধক্ষ্য শ্রী পরমেশ্বর কৃষ্ণ দাস ব্রক্ষচারী এর সার্বিক তত্বাবধায়নে ও বীরেন্দ্র নাথ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুনুর রশীদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রবিউল ফয়সাল, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি শ্রী গোপেশ চন্দ্র রায়, কাহারোল রিপোটার্স ইউনিটের সভাপতি ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি সুকুমার রায়, পূজা উদযাপন পরিষদের সহ-সম্পাদক সঞ্জয় কুমার মিত্র । আলোচক হিসেবে ছিলেন জয়নন্দ এস.সি উচ্চ বিদ্যালয়ের (অবঃ) সহকারী শিক্ষক শ্রী পরমানন্দ দাসাধিকারী, কাহারোল ইস্কন মনিরের প্রচার বিভাগের শ্রীমান নিতাই কৃষ্ণ দাস, শ্রী অচিন্ত সীতানাথ দাসাধিকারী। ভজন কীর্তন পরিবেশন করেন ঠাকুরগাঁও বেতার কেন্দ্রের শিল্পী শ্রীমতি অনুরাধা অধিকারী ও শ্রী লক্ষি কান্ত রায় প্রমুখ।
বজ্রপাতে নিহত-১ আহত-৩
কাহারোলে বজ্রপাতে ১ জন মারা গেছেন। দিনাজপুরের কাহারোল উপজেলার ১নং ডাবোর ইউনিয়নের রুকুনপুর গ্রামের ফটিক চন্দ্র রায়ের ২ সন্তানের জননী প্রেমিকা রানী রায় (৩৫) রোববার সকাল আনুমানিক ৯ টার দিকে ঘরের বারান্দায় বসে গৃহস্থালীর কাজ করা অবস্থায় হঠাৎ বজ্রপাত ঘটলে ঘটনাস্থলে সে মারা যায়। একই সময় বজ্রপাতে আহত হয়েছেন ৩ জন। আহতরা হল একই পাড়ার ঈমান আলীর স্ত্রী কিনি আক্তার (৫০), রঞ্জিত কুমার রায়ের কন্যা মমতা রানী রায় (৪) ও ভয়াল চন্দ্র রায়ের ছেলে শংকর চন্দ্র রায় (২৫)। বজ্রপাতে আহতদেরকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে বলে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ কুমার রায় জানান।