সিসিনিউজ: পবিত্র মাহে রমজানকে স্বাগতম জানিয়ে সৈয়দপুরে বর্ণাঢ্য র্যালী করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সৈয়দপুর উপজেলা সাথী শাখা। রবিবার শহরের শেরে বাংলা সড়ক হতে বের হওয়ায় বর্ণাঢ্য র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় পাচমাথা মোড়ে গিয়ে শেষ হয়। সৈয়দপুর উপজেলা শিবিরের সভাপতি হাফেজ আব্দুল মুহিত্বের নেতৃত্বে বর্ণাঢ্য ওই র্যালীতে সংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করে। পবিত্র মাহে রমজানের পবিত্রতা ও সংযম রক্ষার পক্ষে বিভিন্ন শ্লোগানে শেষ কর্মসূচিটি। বর্ণাঢ্য ওই র্যালীতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দপুর পৌর সভাপতি মোঃ সাহবাজ উদ্দিন সবুজ, উপজেলা সেক্রেটারি মোঃ শরিফুল ইসলাম ও সৈয়দপুর কলেজ সভাপতি মোঃ আরশাদ আলী প্রমুখ।