• রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০২:৪১ অপরাহ্ন |

মেক্সিকোকে কাঁদিয়ে নেদারল্যান্ড কোয়াটার ফাইনালে

83071_1খেলাধুলা ডেস্ক: বিশ্বকাপে নকআউট ম্যাচে শেষ মুহূর্তে ৯৪ মিনিটের সময় পেনাল্টি শট থেকে গোল দিয়ে মেক্সিকোর বিশ্বকাপ মিশন থামিয়ে দেন নেদারল্যান্ডসের জন হানটালার। প্রথমে নেদারল্যান্ডসের বিপক্ষে ৪৭ মিনিটের সময় মেক্সিকোর ডস স্যান্টোস গোল করে দলকে এগিয়ে নেয়। এরপর ৮৭ মিনিটের সময় নেদারল্যান্ডসের ওয়েসলি স্নেইডার গোল করে দলকে সমতায় আনতে সক্ষম হয়।
খেলা শেষ হওয়ার সাথে সাথে খেলোয়াড় এবং গ্যালারিতে দর্শকদের কান্নার রোল পড়ে যায়। খেলোয়াড়রা মাঠে শুয়ে থাকে হতাশায়। কে জানে শেষ মুহূর্তে তাদেরকে এমনভাবে কাঁদতে হবে। যেখানে খেলা অতিরিক্ত সময়ের দিকে যাচ্ছিলো। খেলার বাকি ছিলো মাত্র ২ মিনিট। এর মধ্যেই মেক্সিকোর সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেলো।
এর আগে প্রথমার্ধের খেলা গোলশূন্যভাবে ড্র হয়েছে। তাছাড়া অতিরিক্ত তাপমাত্রার কারণে খেলোয়াড়রা ক্লান্ত হয়ে পড়েছেন খুব তাড়াতাড়ি। তাদের শক্তি পুনোরুদ্ধার করার সুযোগ দিতে ‘কুলিং ব্রেক’ বা ‘শীতল হওয়ার বিরতি’র ব্যবস্থা করা হয়েছে।
রবিবার বাংলাদেশ সময় রাত ১০টায় ব্রাজিলের ভেুন্য ফোর্তালেজার ক্যাসটেলাও স্টেডিয়াম এ খেলা শুরু হয়।
ইতোমধ্যে প্রথম কুলিং ব্রেকও দেওয়া হয়েছে। ম্যাচের ৩০ মিনেটে এই বিরতি দেওয়া হয়েছে। ৫ মিনিটের বিরতি শেষে আবার মাঠে গড়িয়েছে হল্যান্ড-মেক্সিকো ম্যাচ।
নকআউট ভিত্তিক এই ম্যাচের জয়ী দল আসরের কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। অন্যদিকে, ম্যাচ হারা দলকে বিদায় নিতে হবে আসর থেকে।
‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন দল নেদারল্যান্ডস। গ্রুপ পবের্র ৩টি ম্যাচই জিতেছে ডাচরা। আত্মবিশ্বাসের তুঙ্গে থেকেই মেক্সিকানদের বিপক্ষে মাঠে নেমেছে তারা। তবে আত্মবিশ্বাস মেক্সিকারও কম নয়। গ্রুপ পর্বে ব্রাজিলের সাথে শেয়ানে শেয়ানে লড়াই করেছে তারা। খেলাটি গোলশূন্যভাবে ড্র হয়।
অবশ্য এর আগে ৪ বারের মোকাবেলায় নেদারল্যান্ডসকে একবারও হারাতে পারেনি মেক্সিকো। ৩ বার ডাচরা জয় পেয়েছে, ড্র হয়েছে একটি ম্যাচ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ