আন্তর্জাতিক ডেস্ক: পোলার স্যাটেলাইট লঞ্চ ভিকেল(পিএসএলভি ) সি টুয়েন্টি থ্রি রকেটে চড়ে মহাকাশে পাড়ি দিল পাঁচটি বিদেশি উপগ্রহ। এই উপগ্রহ উৎক্ষেপণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সময় তিনি ভারতীয় বিজ্ঞানীদের প্রশংসা করে বলেন, পৃথিবীতে ভারতই সবচেয়ে কম খরচে মহাকাশ গবেষণা চালিয়ে থাকে। তিনি এই গবেষণায় আরো সফলতা দেখতে চান বলেও জানান।
সোমবার স্থানীয় সময় সকাল ৯.৫২মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশধাওয়ান স্পেস সেন্টারে উৎক্ষেপণ হয় ওই পাঁচটি বিদেশি উপগ্রহ।এতে অংশ নিতে চেন্নাই থেকে বিমানে করে অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটা উপকূলে গিয়ে পৌঁছান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সোমবার পিএসএলভি সি টুয়েন্টি থ্রির সাহাযৌ যে পাঁচটি উপগ্রহ মহাকাশে পাঠানো হয়, তার মধ্যে রয়েছে ফ্রেঞ্চ আর্থ অবসার্ভেশন স্যাটেলাইট স্পট সেভেন। ফ্রেঞ্চ এছাড়াও আছে জার্মানি, কানাডা এবং সিঙ্গাপুরের উপগ্রহ। এ নিয়ে ছাব্বিশটি সফল পিএসএলভি উৎক্ষেপণ করল ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ইসরো।
সোমবারের এই স্যাটেলাইট স্থাপণ ভারতের মহাশূণ্য কর্মসূচিকে আরো সমৃদ্ধশালী করবে উল্লেখ করে মোদি বলেন,‘আমি দেখতে পাচ্ছি প্রতিটি ভারতীয়ের বুক আজ গর্বে ফুলে ওঠেছে।’ এ সময় তিনি ভারতের আকাশ গবেষণায় সফলতার কথা উল্লেখ করতে গিয়ে বলেন,‘হলিউডে সাাইন্স ফিকশন মুভি ‘গ্রাভিটি’ বানাতে যে অর্থ ব্যয় করা হয়েছে ভারতের চলমান মঙ্গল অভিযানের খরচ তার চেয়েও অনেক কম।’ ওই মঙ্গল মিশনের জন্য তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন বলেও জানান। আগামী ২৪ সেপ্টেম্বর মঙ্গল গ্রহের উদ্দেশে যাত্রা করবে ভারতীয় রকেট মঙ্গলায়ন।
এ সময় প্রধানমন্ত্রী মোদি কারগিল যুদ্ধের নায়কের বিখ্যাত শ্লোগান উল্লেখ করে বলেন,‘ মহাকাশ গবেষণায় আমাদের অনেক অর্জন রয়েছে। কিন্তু এ দিল মাঙ্গে মোর(এ মন যে আরো কিছু চায়)। ভারতের বিজ্ঞানীদের প্রতি তিনি একটি সার্ক(দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা) স্যাটেলাইট স্থাপনের প্রস্তাব দিয়েছেন বলেও মোদি এ সময় জানান।