কিশোরগঞ্জ (নীলফামারী ) প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নে রবিবার বিকালে মাগুড়া ইউনিয়ন পরিষদ চত্ত্বরে ২০১৪-২০১৫ অর্থ বছরের উম্মক্ত বাজেট ঘোষনা করা হয়। মাগুড়া ইউনিয়নের চেয়ারম্যান মোজাহার হোসেন দুলালের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রশিদুল ইসলাম,উপজেলা নির্বাহী অফিসার সিদ্দিকুর রহমান, আরো উপিস্থিত ছিলেন নাছিরুর রহমান,উপ-পরিচালক মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয় ঢাকা।এসময় বক্তারা ইউনিয়ন পরিষেদের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড নিয়ে আলোচনা করেন।
আগামি ২০১৪-২০১৫অর্থ বছরে বাজেট ধরা হয়েছে ২কোটি ৫০ লাখ ৩৪ হাজার টাকা। এবং ব্যয় ধরা হয়েছে ২কোটি ৫০লাখ টাকা। বাজেট ঘোষনা করেন, ইউনিয়নের সচিব তাহিদুল ইসলাম। এছাড়াও বাজেট ঘোষনার সময় স্থানীয় গণ্যামান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।