• শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০৩:০৩ অপরাহ্ন |

ফুলবাড়ীতে পাহাড়ী ঢলে ধরলার ভাঙ্গণে গৃহহীন শত শত পরিবার

Vangon photo===30ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ফুলবাড়ী উপজেলায় বর্ষার শুরু থেকে নেমে আসা পাহাড়ী ঢলে ধরলা নদীর ভাঙ্গন তীব্রতর হওয়ায় ভিটামাটি হারানোর হুমকিতে রয়েছেন তীরবর্তী বাসিন্দারা। গত এক সপ্তাহে ধরলার ভাঙ্গনে নদীর নিকটবর্তী ৬টি গ্রামের শত শত বিঘা আবাদি জমি, সুপাড়ি বাগান, বাঁশঝাড়, বসতভিটা,কাঁচাপাকা রাস্তা,মসজিদ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, ধরলা নদীর তীব্র ভঙ্গনে যতীন্দ্র নারায়ন ধনিরাম, সরকারটারী, সোনাই কাজী, রামপ্রসাদ, চড়গোরকমন্ডল গ্রামের মানুষজন সর্বস্ব হারিয়ে ওয়াবদা বাঁধ কিংবা রাস্তার পাশে আশ্রয় নিয়ে মানবেতর জীবন যাপন করছে। সরকারটারী গ্রামের নাজু মিয়া (৩৭) তিনি জানান,এইবার নিয়ে তিন বার ঘরবাড়ী নদীতে বিলীন হয়েছে ,গত কয়েক দিনে বেশকিছু বসত ভিটা নদী গিলে খাওয়ায় অনেকেই আশ্রয়হীন হয়ে পড়েছে।ধরলার পশ্চিম পাড়ের ফুলবাড়ী-লালমনি পাঁকা সড়কটির ২ কিঃমিঃ রাস্তা ধরলার গর্ভে চলে যাওয়ায় চলাচল বন্ধ হয়ে গেছে। ভাঙ্গন প্রতিরোধে জরুরি ব্যবস্থা না নিলে হয়তো অল্পদিনের মধ্যেই ফুলবাড়ী উপজেলার মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে নদী তীরবর্তী এ প্রাচীন গ্রামগুলো ।
ফুলবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান নজির হোসেন জানান, নদী ভাঙ্গনের বিষয়ে পানি উন্নয়ন বোর্ড সহ সংশ্লিষ্ট মন্ত্রনালয়কে অবগত করা হয়েছে । সরকারী উদ্যোগ ছাড়া স্থানীয় ভাবে এটি প্রতিরোধ করা সম্ভব নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ