• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৪:২০ পূর্বাহ্ন |

স্প্রেড নির্দেশনা মানছে না ২৪ ব্যাংক

Bankঅর্থ-বাণিজ্য ডেস্ক: সুদ হারের ক্ষেত্রে অন্তত ২৪টি ব্যাংক বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অমান্য করে কম সুদে আমানত সংগ্রহ করে বেশি সুদে ঋণ বিতরণ করেই চলেছে। ফলে অব্যাহতভাবে বাড়ছে ঋণ ও আমানতের সুদহারের ব্যবধান (স্প্রেড)। যার প্রভাবে দেশের বিনিয়োগ পরিস্থিতি আরো শ্লথ হয়ে পড়ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
বিশেষজ্ঞদের মতে, ব্যাংক ঋণের ঊর্ধ্বমুখী সুদহারের কারণে বিনিয়োগ ও ব্যবসা-বাণিজ্যে বিরূপ প্রভাব পড়ছে। শিল্পের মেয়াদি ঋণ এবং চলতি মূলধনের জন্য কোনো কোনো ব্যাংক ২০ শতাংশ পর্যন্ত সুদ নিচ্ছে। এতে উদ্যোক্তাদের উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে। পণ্য আমদানিতেও খরচ বাড়ছে। এ অবস্থা চলতে থাকলে ভবিষ্যতে দেশের ব্যবসায়ীরা ব্যাংকবিমুখ হয়ে পড়বেন। ফলে শিল্পকারখানা বন্ধের পাশাপাশি নতুন কোনো কর্মসংস্থানও তৈরি হবে না।
অন্যদিকে ব্যাংকারদের মতে, বেসরকারি খাতে ঋণ প্রবাহ কম থাকায় ব্যাংকগুলোতে অলস অর্থ পড়ে থাকলেও আমানতকারীদের নিয়মিতভাবে সুদ পরিশোধ করতে হচ্ছে। ফলে ব্যাংকের পরিচালনা ব্যয়ও বেড়ে যাচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, মে মাস শেষে ঋণ ও আমানত উভয় ক্ষেত্রেই কিছুটা সুদহার কমিয়েছে ব্যাংকগুলো। ফলে দেশের ৫৭টি ব্যাংকের ঋণের গড় সুদহার দাঁড়িয়েছে ১৩ দশমিক ২৩ শতাংশ। যা এপ্রিল শেষে ছিল ১৩ দশমিক ২৫ শতাংশ।
অন্যদিকে আমানতের সুদহার দাঁড়িয়েছে ৮ দশমিক ০১ শতাংশ। যা এপ্রিল শেষে ছিল ৮ দশমিক ১১ শতাংশ। এতে ব্যাংকিং খাতে গড় স্প্রেড (ঋণ-আমানতের সুদের ব্যবধান) দাঁড়িয়েছে ৫ দশমিক ২২ শতাংশীয় পয়েন্ট। যা এপ্রিল শেষে ছিল ৫ দশমিক ১৪ শতাংশীয় পয়েন্ট।
এর আগে মার্চ শেষে ছিল ৫ দশমিক ১৩ শতাংশীয় পয়েন্ট। যদিও বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে গড় স্প্রেড ৫ শতাংশীয় পয়েন্টে সীমিত রাখার নির্দেশনা রয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, একমাত্র  রাষ্ট্রীয় মালিকানাধীন বিশেষায়িত খাতের বেসিক ব্যাংকের স্প্রেড ৫ দশমিক ৭১ শতাংশীয় পয়েন্ট। যা এপ্রিল শেষে ছিল ৫ দশমিক ৬৫ শতাংশীয় পয়েন্ট।
এ ছাড়া বেসরকারি ও বিদেশি মালিকানার আরো ২৪টি ব্যাংকের ঋণ-আমানতের ব্যবধান ৫ শতাংশীয় পয়েন্টের উপরে রয়েছে। বেসরকারি ব্যাংকগুলোর ঋণে গড় সুদ হার আগের মাসের মতো ১৩ দশমিক শূন্য ৮৭ শতাংশ রয়েছে। যদিও এসব ব্যাংকের আমানতে আরো এক দফা সুদহার কমানো হয়েছে। আমানতের গড় সুদহার ৮ দশমিক ৩৭ শতাংশ। যা এপ্রিল শেষে ছিল ৮   দশমিক ৫২ শতাংশ। এতে তাদের স্প্রেডের ব্যবধান কিছুটা বেড়ে দাঁড়িয়েছে ৫ দশমিক ৫০ শতাংশীয় পয়েন্ট।
বেসরকারি খাতের ব্যাংকগুলোর মধ্যে  ব্র্যাক ব্যাংকের স্প্রেড সবচেয়ে বেশি। এ ব্যাংকের ঋণ-আমানতের ব্যবধান ১০ দশমিক ০১ শতাংশীয় পয়েন্ট। এরপরে ডাচ বাংলার ৭ দশমিক ৮৬ শতাংশ ও ওয়ান ব্যাংকের ঋণ-আমানতের ব্যবধান ৭ দশমিক ৫৪ শতাংশীয় পয়েন্ট।
এ ছাড়া বেসরকারি খাতের এবি ব্যাংকের ৫ দশমিক ৪৫ শতাংশ, দি সিটি ব্যাংকে ৬ দশমিক ১১, আইএফআইসি ৬ দশমিক ৪০, পূবালী ৫ দশমিক ৩৯, উত্তরা ৬ দশমিক ৪১, ইস্টার্ন ৫ দশমিক ৮৭, প্রাইম ৬ দশমিক ৫১, সাউথইস্ট ৫ দশমিক ৩৬, ঢাকা ব্যাংক ৫ দশমিক ১৮, সোস্যাল ইসলামী ৫ দশমিক ১৬, এক্সিম ব্যাংকের ৫ দশমিক ২৭, বাংলাদেশ কমার্স ৫ দশমিক ৮২, প্রিমিয়ার ৫ দশমিক ৯১, ব্যাংক এশিয়া ৫ দশমিক ৫৩ ও যমুনা ব্যাংকের ঋণ-আমানেেতর ব্যবধান ৫ দশমিক ৪৬ শতাংশীয় পয়েন্ট।
এদিকে, বিদেশি মালিকানার ব্যাংকগুলোর ঋণ-আমানতের ব্যবধান সবচেয়ে বেশি। এসব ব্যাংকের স্প্রেড ৮ দশমিক ২৮ শতাংশীয় পয়েন্টে দাঁড়িয়েছে। এ ব্যাংকগুলোর আমানতের সুদহার ৪ দশমিক ৫৭ শতাংশ এবং ঋণের সুদহার ১২ দশমিক ৮৫ শতাংশ।
এর মধ্যে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের স্প্রেড ৯ দশমিক ৮৬ শতাংশ, হাবিব ব্যাংক ৫ দশমিক ৯৬, সিটি ব্যাংক এনএ ৮ দশমিক ৩১, কমার্শিয়াল ব্যাংক অব সিলন ৭ দশমিক ১৪, ওরি ব্যাংক ৮ দশমিক ৭৫, এইচএসবিসি ব্যাংকের স্প্রেড ৬ দশমিক ৮৫ শতাংশীয় পয়েন্টের ওপরে রয়েছে।
এদিকে, রাষ্ট্রীয় মালিকানার চার ব্যাংকের ঋণে গড় সুদ হার দাঁড়িয়েছে ১১ দশমিক শূন্য ০৬ শতাংশে। আমানতে সুদ হার ৭ দশমিক ৫৩ শতাংশ। এতে তাদের স্প্রেডের ব্যবধান ৩ দশমিক ৫৩ শতাংশীয় পয়েন্ট।
বিশেষায়িত ব্যাংকগুলো গড়ে ১৩ দশমিক শূন্য ০৯ শতাংশ সুদে ঋণ দিয়েছে। আমানতে সুদ দিয়েছে মাত্র ৯ দশমিক ৫৪ শতাংশ। এতে তাদের স্প্রেড দাঁড়িয়েছে ৩ দশমিক ৫৫ শতাংশীয় পয়েন্ট।
২০১২ সালের জানুয়ারি মাসে বাংলাদেশ ব্যাংক এক প্রজ্ঞাপনের মাধ্যমে নির্দেশ দিয়েছিল, আমানত ও ব্যাংক ঋণের সুদের হারের মধ্যে ব্যবধান (স্প্রেড) কোনো অবস্থাতেই ৫ শতাংশের বেশি হতে পারবে না। পাশাপাশি ২০১৩ সালের মার্চের মধ্যে বাণিজ্যিক ব্যাংকগুলোকে স্প্রেড ৫ শতাংশের নিচে নামিয়ে আনার নির্দেশ দিয়েছিল। এতে বলা হয়েছিল, যেসব ব্যাংক স্প্রেড পাঁচ শতাংশের নিচে নামিয়ে আনতে পারবে না তাদের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংক শাস্তিমূলক ব্যবস্থা নেবে। কিন্তু ২০১৪ সালের মে মাস পেরিয়ে গেলেও তার কোনো প্রতিফলন দেখা যায়নি। উৎস: অর্থনীতি প্রতিদিন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ