• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৪:১৮ পূর্বাহ্ন |

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে গভীর উদ্বেগ জামায়াতের

jamatঢাকা: নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জামায়াতে ইসলামী। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে মেহনতি দরিদ্র জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসার ব্যাপারে কঠোর ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দলটি।

সোমবার এক বিবৃতিতে দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান বলেন, ‘পবিত্র মাহে রমজান শুরু হওয়ার সাথে সাথেই দ্রব্যমূল্য কমে যাওয়া উচিত ছিল। কিন্তু বাস্তবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে। চাল, ডাল, মাছ, গোশত, ছোলা, পেঁয়াজ, আলু, মসলা, কাঁচা তরি-তরকারীসহ সব কিছুর দামই হু হু করে বাড়ছে। দ্রব্যমূল্যের পাগলা ঘোড়ার দাপটে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শ্রেনীর মানুষের নাভিশ্বাস উঠেছে। দ্রব্যমূল্য বেড়ে দরিদ্র জনগণের ক্রয় সীমার বাইরে চেল গেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনজীবন দুর্বিসহ হয়ে পড়েছে।’

‘দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য সরকার কোনো পদক্ষেপই গ্রহণ করছে না’ বলেও অভিযোগ তোলেন শফিকুর রহমান।

তিনি বলেন, ‘দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ব্যাপারে যেখানে সরকারের কঠোর এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করা উচিত ছিল সেখানে সরকার নিরব দর্শকের ভূমিকা পালন করছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের এ চরম ব্যর্থতা ক্ষমার অযোগ্য।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ