• রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০৩:৫২ অপরাহ্ন |
শিরোনাম :
প্রশাসন যেন কোন রাজনৈতিক দলের কাছে নতিস্বীকার না করে- ভিপি নুর “বিএনপির জন্মই হয়েছে সংস্কার করার জন্য”- ডা. জাহিদ হোসেন চিলমারীতে খালের পানিতে ডুবে শিশু ইয়াছিনের মৃত্যু  সৈয়দপুরে ইয়াং টাইগার একাডেমি কাপ টুর্নামেন্টের শুভ উদ্বোধন সৈয়দপুরে মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুনগতমান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত নীলফামারীতে সড়ক দূর্ঘটনায় ইপিজেড কর্মী নিহত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে খানসামায় বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ৩২ টন পাখির খাদ্যে ২৫ টনই নিষিদ্ধ পপি বীজ ২০২৬ সালে সরকারি ছুটি ২৮ দিন, ১১ দিনই শুক্র-শনিবার নীলফামারীতে দেড় শতাধিক নারী-পুরুষ নিলেন দুর্ণীতিবিরোধী শপথ

বিএনপিতে ফের কমিটি গঠনের তোড়জোড়

New Rose Cafe, Saidpur

BNP Flagসিসিনিউজ: ঢাকা মহানগর বিএনপির কমিটি গঠনে ফের তোড়জোড় শুরু হয়েছে। দশম জাতীয় সংসদ নির্বাচনের পর কয়েক দফা উদ্যোগ নিয়েও এই কমিটি দিতে পারেনি দলটি। তবে আগামী এক-দুই সপ্তাহের মধ্যেই কমিটি গঠনের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া একটি রূপরেখাও তৈরি করেছেন বলে জানা গেছে।

নেতৃত্বে আলোচনায় রয়েছে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন নবী খান সোহেলের নাম। মির্জা আব্বাসের সঙ্গে দলের যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমানের কথাও উঠেছে। তবে আমান গত সোমবার পবিত্র ওমরাহ পালনের উদ্দেশে সৌদি আরব যাওয়ার আগে ঘনিষ্ঠজনদের বলেছেন, তার নেতৃত্বে মহানগর কমিটি দিলে তিনি কাজ করতে রাজি। তোড়জোর শুরু হলেও আহ্বায়ক না পূর্ণাঙ্গ কমিটি হবে তা এখনো স্পষ্ট নয়। তবে আহ্বায়ক কমিটি হওয়ার সম্ভাবনাই বেশি বলে সূত্র জানায়। ২০১১ সালের ১৪ মে যুক্তরাজ্য সফরে যাওয়ার দিন সাদেক হোসেন খোকাকে আহ্বায়ক ও আবদুস সালামকে সদস্য সচিব করে ২১ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন দেন বেগম খালেদা জিয়া। তাদের ছয় মাসের মধ্যে সর্বস্তরে কাউন্সিল অনুষ্ঠানের মাধ্যমে ঢাকা মহানগর শাখার পূর্ণাঙ্গ কমিটি করার দিকনির্দেশনাও দেওয়া হয়। কিন্তু দীর্ঘ দুই বছরেরও বেশি সময়ে বেগম জিয়ার ওই নির্দেশনা বাস্তবায়ন করা হয়নি।

জানা গেছে, মহানগরের বর্তমান আহ্বায়ক সাদেক হোসেন খোকা অসুস্থ হয়ে যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন। আগামী এক সপ্তাহের মধ্যে তার দেশে আসার কথা। তিনি এ সময়ের মধ্যে দেশে ফিরলে তার উপস্থিতিতেই কমিটি ঘোষণা দিতে চান বেগম জিয়া। তবে তিনি না এলেও খুব শীঘ্রই কমিটি দেবেন বেগম জিয়া। রমজানের মধ্যে জাতীয়তাবাদী যুবদলের কমিটিও ঘোষণা করা হতে পারে। কমিটির ব্যাপারে সরাসরি কোনো মন্তব্য না করে মির্জা আব্বাস বাংলাদেশ প্রতিদিনকে শুধু এটুকুই বলেন, ‘ঢাকা মহানগর বিএনপিতে পরিবর্তন দরকার। মনে হচ্ছে এটা একটা জড় পদার্থ হয়ে আছে। কমিটি হলে ভালো বৈ খারাপ কিছু হবে না।’ হাবিব-উন নবী খান সোহেল বলেন, ‘জানি না কমিটি কার নেতৃত্বে হচ্ছে। তবে এটুকু বলতে পারি, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আমাকে যেখানেই দায়িত্ব দেবেন, সেখানেই আমি সর্বোচ্চ চেষ্টায় কাজ করে যাব।’

দুই বছরেরও বেশি সময় ধরে মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি দিতে ব্যর্থ হয়েছেন দায়িত্বপ্রাপ্ত নেতারা। একইভাবে অধিকাংশ থানা ও ওয়ার্ডেও কমিটি গঠন করতে পারেননি তারা। ইতিমধ্যে যে কয়টি থানা ও ওয়ার্ড কমিটি দেওয়া হয়েছে তার বিপরীতে পাল্টা কমিটি এসেছে। প্রভাবশালী নেতারা দ্বিধাবিভক্ত থাকায় কমিটি দেওয়া নিয়ে নানা বিড়ম্বনার সৃষ্টি হয় বলেও দায়িত্বপ্রাপ্ত নেতারা জানান। জানা যায়, মহানগরে এমপি প্রার্থীরা চান একভাবে কমিটি, দায়িত্বপ্রাপ্ত নেতারা চান অন্যভাবে। আবার স্থায়ী কমিটি থেকে শুরু করে সহযোগী সংগঠনের শীর্ষ নেতারাও চান তাদের মতো করে কমিটি। সবার মন জয় করতে গিয়ে অনেক স্থানে কমিটি গঠন করা যায়নি বলে স্বীকার করেন দায়িত্বপ্রাপ্ত নেতারা।

জানা গেছে, রাজপথের আন্দোলনে ব্যর্থতা ও স্থবির সাংগঠনিক কার্যক্রমে মহানগরকে নিয়ে চরম হতাশায় বিএনপির নীতিনির্ধারকরা। কমিটিবিহীন তৃণমূলের নেতা-কর্মীরাও এখন নিষ্ক্রিয়। এ ছাড়া দায়িত্বপ্রাপ্ত যুগ্ম আহ্বায়ক পর্যায়ের নেতা, থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাদের অধিকাংশই আর্থিকভাবে বিত্তশালী। বিশেষ করে সাবেক ওয়ার্ড কমিশনারদের প্রায় সবাই বাড়ি, গাড়িসহ বিশাল সম্পদের অধিকারী। অনেকের অর্থসম্পদ হাজার কোটি ছাড়িয়ে গেছে। ফলে নানা হিসাব-নিকাশ করে তারা আন্দোলন থেকে বিরত রয়েছেন। অভিযোগ রয়েছে, তারা স্থানীয় আওয়ামী লীগের পাশাপাশি থানা পুলিশকে ম্যানেজ করে চলছেন। নিজেদের সম্পদ বাঁচানোর জন্য তাদের বাধার কারণে ওয়ার্ড পর্যায়ে সরকারবিরোধী মিছিল, মিটিং করা যাচ্ছে না। ফলে হতাশ তৃণমূলের নেতা-কর্মীরা নিষ্ক্রিয় হয়ে পড়েছেন। তবে আন্দোলন ও কমিটি না দেওয়ার ব্যর্থতার দায় নিতে নারাজ ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম। তিনি বলেন, ‘র্যাব-পুলিশের গুলির পাশাপাশি বাসাবাড়িতে তল্লাশি করে নেতা-কর্মীদের ধরে নিয়ে নির্যাতন করা হচ্ছে। তারপরও আমরা কেন্দ্র ঘোষিত আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছি। ৫ জানুয়ারি ঢাকায় সর্বোচ্চ ৫ ভাগ ভোট পড়েছে। ভয়ে আতঙ্কে আওয়ামী লীগের নেতা-কর্মীরাও ভোট দিতে যাননি। তাছাড়া আমাদের বেশির ভাগ ওয়ার্ড ও থানায় কমিটি দেওয়া হয়েছে। মহানগর বিএনপির কমিটিও হতো। কিন্তু দীর্ঘ এক বছর ধরে আমাদের কোথাও কর্মিসভা পর্যন্ত ঠিকমতো করতে দেওয়া হচ্ছে না। তাহলে কীভাবে আমরা কমিটি করব?’

উৎসঃ   বাংলাদেশ প্রতিদিন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ