হিলি প্রতিনিধি: দিনাজপুরের হিলি সীমান্ত থেকে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে বিজিবি। এসময় তাঁর কাছ থেকে ভারতের ৫ হাজার রুপী এবং বাংলাদেশের ৫ হাজার দুইশত ষাট টাকা জব্দ করা হয়। আজ বুধবার হিলি আইসিপি ক্যাম্পের ২০ গজ সামনে বালুচর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রঞ্জন সাহা (৩৮), জলপাইগুড়ি জেলার ফাঁকাকাঠা থানার কুনজুনগর গ্রামের সুধীর সাহার ছেলে। সে জানায় বাংলাদেশের ময়মনসিং জেলায় তার আত্বীয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশেই এ পথ দিয়ে এসেছিল। কিন্তু সীমান্তের নিয়োগ কৃত ব্যক্তিকে প্রয়োজনীয় অর্থ দিতে ব্যর্থ হওয়াতেই তার আজ এই পরিনতি।
বিজিবির হিলি চেকপোষ্ট ক্যাম্পের কোম্পানী কমান্ডার আব্দুল হামিদ জানান, সকাল ৯টার দিকে ভারত থেকে রঞ্জন সাহা সীমান্তের বালুচর এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। এসময় নিজস্ব গোয়েন্দা সুত্রে খবর পেয়ে বিজিবি সদস্যরা তাঁকে আটক করে চ্যালেঞ্জ করলে তিনি ভারতীয় নাগরিক বলে জানান। পরে তাঁকে গ্রেপ্তার দেখিয়ে হাকিমপুর থানায় সৌপর্দ করা হয়েছে।