• শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৭:৪১ অপরাহ্ন |

ব্রাজিলে বাংলাদেশি যুবক খুন

Brazilসিসি ডেস্ক: ব্রাজিলের পারানা বাজার রাজ্যের রাজধানী সিয়া নর্থে এক বাংলাদেশি যুবক খুন হয়েছেন। তার নাম জাহেদ আহমদ (২৮)। তার বাড়ি মৌলভীবাজারের বড়লেখা উপজেলায়। তিনি উপজেলার সুরিকান্দি গ্রামের বাসিন্দা আব্দুল হকের ছেলে। নিহতের গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম।
গত ২৮ জুন ব্রাজিলের সাওপাওলা থেকে ৭১১ কিলোমিটার দক্ষিণে প্যারাগুয়ের কাছে পারানা বাজার রাজ্যের রাজধানী সিয়া নর্থে তিনি খুন হন।
ওই দিন স্থানীয় সন্ধ্যায় বাসা থেকে বের হওয়ার পরে আর ফেরেননি জাহেদ। পরিত্যক্ত অবস্থায় এক বাড়ি থেকে পুলিশ তার রক্তাক্ত লাশ উদ্বার করে স্থানীয় হাসপতালে নিয়ে যায়। পরে স্থানীয় বাংলাদেশিরা তার লাশ বুঝে নিয়ে দাফন করেছেন বলে জানা গেছে।
জনশক্তি ও কর্মসংস্থান ব্যুরো সূত্রে জানা যায়, বছরখানেক আগে জীবিকার সন্ধানে জাহেদ আহমদ ব্রাজিলে গিয়েছিলেন তার ব্রাজিলিয়ান এক বন্ধবীর ডাকে। এক বছর ধরে সেখানেই বসবাস করছিলেন তিনি।
জাহেদ আহমদের বাবা আব্দুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, ২ জুলাই ব্রাজিলেই জাহেদের দাফন সম্পন্ন হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ