• রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০১:০৭ অপরাহ্ন |

আইএমএফ’র উচ্ছ্বসিত প্রশংসা

IMFঅর্থ-বাণিজ্য ডেস্ক: দারিদ্র্য দূরীকরণে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) অর্থায়নের প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করায় সরকারের উচ্ছ্বসিত প্রশংসা করেছে আইএমএফ। সংস্থাটি বলেছে, দারিদ্র্য দূর করতে প্রকল্পগুলো বাস্তবায়ন করে বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ‘বাংলাদেশে আইএমএফ’র অর্থায়নে প্রকল্প বাস্তবায়নে আমরা খুবই সন্তুষ্ট। এর ফলে ভবিষ্যতে সহজ শর্তে বাংলাদেশকে এ খাতে আরও ঋণ দেয়া যাবে’- সফররত আইএমএফ’র উপব্যবস্থাপনা পরিচালক নাওইউকি শিনোহারা এ কথা বলেন।
আজ বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তার জাতীয় সংসদ ভবনের কার্যালয়ে সাক্ষাৎকালে আইএমএফ কর্মকর্তা এ কথা জানান। বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি জানান, প্রধানমন্ত্রী ও আইএমএফর কর্মকর্তা উভয়ে বাংলাদেশে সংস্থাটির অর্থায়নে পরিচালিত প্রকল্পের বাস্তবায়ন নিয়ে আলোচনা করেন।
শিনোহারা বলেন, অতীতের যে কোন সময়ের চেয়ে বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের জন্য ভাল পরিবেশ রয়েছে। প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বের প্রশংসা করে আইএমএফ কর্মকর্তা বলেছেন, দারিদ্র্য দূর করার প্রকল্প বাস্তবায়নের কারণে বাংলাদেশে মাথাপিছু আয় বেড়েছে। এটা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বের কারণেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ