• বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৪:০৪ পূর্বাহ্ন |

কিশোরগঞ্জে খাদ্যে ভেজাল প্রতিরোধে মানববন্ধন

Human Chain Picture, Nilphamariসিসিনিউজ: খাদ্যে ভেজাল প্রতিরোধে নীলফামারীর কিশোরগঞ্জে মানববন্ধন করেছে আরডিআরএস। বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জ বাজারে জন সচেতনতা সৃষ্টির লক্ষ্যে অনুষ্ঠিত মানবন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করে একাত্মতা প্রকাশ করেন।
মানববন্ধন সমাবেশে আরডিআরএস’র সুরঞ্জন চক্রবর্তী, রুহুল আমীন, হারুন উর রশিদ, মুনিরুজ্জামান মনির, আবুল বাঁশার, শাহিনা আখতার, সাজেদুল করিম প্রমুখ বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, খাদ্যে ভেজাল মেশানো দিন দিন প্রকট আকার ধারণ করছে। ভেজাল খাবার গ্রহণের ফলে মানুষ আক্রান্ত হচ্ছে বিভিন্ন জটিল রোগে। বিশেষ করে নারী ও শিশুরা রয়েছে সবচেয়ে বেশী ঝুঁকিতে। এ জন্য খাদ্যে ভেজাল প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে।
উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ইউনিয়ন ফেডারেশনের সভাপতি, যুব ফোরাম, নারী ফোরাম প্রতিনিধিরা অংশ গ্রহণ করে কর্মসুচীতে একাত্মতা প্রকাশ করে খাদ্যে ভেজাল মেশানোদের বিরুদ্ধে দৃষ্টান্ত মুলক শাস্তি দাবী করেন।
আরডিআরএস নীলফামারীর কর্মসুচী সমন্বয়কারী খ ম রাশেদুল আরেফিন জানান, সংস্থার উদ্যোগে “নিরাপদ খাবার সুস্থ জীবন” নামে ১০মিনিটের একটি সচেতনতামূলক ডকুমেন্টারি তৈরী করা হয়েছে। যা বিভিন্ন স্কুল, কলেজ ও কমিউনিটি পর্যায়ে ভেজাল খাবারের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করে গড়ে তোলার জন্য প্রদর্শন করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ