• শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৭:৩৮ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে প্রাথমিকে নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার করায় আটক-৩ নীলফামারীতে গণজাগরণের সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত ফুলবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা কুয়াশা কেটে যাওয়ায় সাড়ে ৬ ঘন্টা পর সৈয়দপুর বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক ঘন কুয়াশার কারনে সৈয়দপুর বিমানবন্দরে ফ্লাইট উঠানামা ব্যাহত সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পেলেন মসিউর রহমান খানসামা উপজেলায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল পাচ্ছে ২৩ হাজার শিশু প্রধানমন্ত্রী নিজের নির্বাচনী এলাকা যাচ্ছেন আগামীকাল বাংলাদেশ সীড এসোসিয়েশন এর নির্বাহী সদস্য হলেন ডোমারের আনোয়ার হোসেন কাভার্ড ভ্যানে আগুন: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৩

শিরোপা দৌড়ে এগিয়ে ব্রাজিল

83440_1খেলাধুলা ডেস্ক: চলছে ফুটবলের শ্রেষ্ঠত্বের জমজমাট লড়াই। এ মহাযজ্ঞের গ্রুপ পর্ব শেষে সেরা ষোলোর লড়াইও সমাপ্ত হয়েছে। ৩২টি দল নিয়ে বিশ্বকাপ শুরু হলেও নকআউট পর্যন্ত ঝরে গেছে স্পেন, ইতালি, ইংল্যান্ড, উরুগুয়েসহ ২৪টি দল। শুক্রবার থেকে শুরু হতে যাওয়া কোয়ার্টার ফাইনালকে সামনে রেখে এখন নিজেদের ঝালিয়ে নিচ্ছে সেরা আটটি দল।
বিশ্বকাপ জেতার এ দৌঁড়ে সেরা আটটি দলই কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে বলে মনে করছে ফুটবলবিশ্ব। তবে শেষ পর্যন্ত একটি দলের হাতেই উঠবে স্বাপ্নিক শিরোপা।
সমীক্ষা-ভবিষ্যদ্বাণীসহ নানা ধরনের হিসাব-নিকাশ চলছে, কারা জিতছে ২০১৪ সালের বিশ্বকাপ। স্বাগতিক ব্রাজিলের পাশাপাশি আর্জেন্টিনা, ফ্রান্স ও জার্মানিকে এ লড়াইয়ে এগিয়ে রাখছেন বোদ্ধারা।
তবে, শিরোপা জয়ের এ দৌঁড়ে এখনও ব্রাজিলই সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে বলে মনে করছেন যুক্তরাষ্ট্রের ক্রীড়া বিষয়ক পরিসংখ্যানবিদ ও লেখক এবং ইএসপিএন’র ফাইভথার্টিএইট ব্লগের এডিটর ইন চিফ ন্যাটে সিলভা।
সিলভা’র বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী মডেলের মতে, খেলার এখন পর্যন্ত ফলাফল বিচারে ব্রাজিলই শিরোপা জয়ের দৌঁড়ে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে। তাদের এবারের বিশ্বকাপ জেতার সম্ভাবনা ৩৯.৭ শতাংশ।
আবার ব্রাজিলকে শিরোপা জয়ের দৌঁড়ে এগিয়ে রাখলেও ইএসপিএন’র সকার পাওয়ার ইনডেক্স মনে করছে, চূড়ান্ত লক্ষ্যে পৌঁছা স্বাগতিকদের জন্য সহজ হবে না। কারণ পাঁচবারের চ্যাম্পিয়নদের সঙ্গে লড়েই শিরোপ‍া জয়ের মঞ্চে যেতে প্রস্তুত জার্মানি (৯.৩ শতাংশ), কলম্বিয়‍া (৮.১ শতাংশ) ও ফ্রান্সের (৭.৬ শতাংশ) মতো দলগুলো।
অপরদিকে, শিরোপা হাতে নেওয়ার লড়াইয়ে দুইবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা (১৭.৫ শতাংশ) ব্রাজিলের পরপরই থাকলেও লিওনেল মেসি- অ্যাঞ্জেল ডি মারিয়া- গঞ্জালো হিগুয়েনদের সঙ্গে লড়ে শিরোপা জয়ে প্রস্তুত নেদারল্যান্ডসের (১৪.১ শতাংশ) সৈনিক অ্যারিয়েন রোবেন, রবিন ফন পার্সি ও ওয়েসলি স্নেইডাররা।
র‌্যাংকিংয়ে অপর দলগুলোর চেয়ে অপেক্ষাকৃত তলানির দিকে থেকে কেবল বিশ্বকাপে এখনও টিকে আছে বিস্ময়কর কোস্টারিকা। ইতালি-উরুগুয়ে-ইংল্যান্ডের মতো পরাশক্তি দলগুলোকে নাকানি-চুবানি খাইয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছালেও দলটির শিরোপা জয়ের সম্ভাবনা ০.০৯ শতাংশ বলে মনে করছে ইসএপিএন’র সমীক্ষা।

সমীক্ষা হোক আর ভবিষ্যদ্বাণী হোক, সত্যিকারে কোন দলের হাতে বিশ্বকাপ উঠছে সেজন্য অপেক্ষা করতে হবে ১৩ জুলাই স্বপ্নের ফাইনাল পর্যন্ত।

উৎসঃ   বাংলানিউজটোয়েন্টিফোর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ