যশোর : যশোরে সামিউল জামান উজ্জ্বল নামে এক ছাত্রদল নেতার মৃত্যু নিয়ে রহস্য ঘনীভূত হচ্ছে। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি মারা যান। তিনি ঘোপ নওয়াপাড়া রোডের মনিরুজ্জামানের ছেলে।
বৃহস্পতিবার রাতে যশোর কেন্দ্রীয় কারাগারে গুরুতর অসুস্থ হলে সামিউলকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। তবে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে।
যশোর কেন্দ্রীয় কারাগারের জেল সুপার শাহজাহান মিয়া জানান, সামিউল জামান উজ্জ্বল মাদকে আসক্ত ছিলেন। ২০ জুন পুলিশ তাকে আটক করে যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠায়। বৃহস্পতিবার রাতে সামিউল জামান উজ্জ্বল কারাগারে অসুস্থ হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার সকালে তার মৃত্যু হয়।
কারাগারের অপর একটি সূত্র জানিয়েছেন, সামিউল জামান উজ্জ্বল হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে।
এদিকে, নিহতের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, উজ্জ্বলকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। উজ্জ্বল বিএনপি’র রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) সোয়েব তাকে আটক করে দুই লাখ টাকা দাবি করে। এই টাকা না দেওয়ায় উজ্জ্বল এর নামে ৪/৫টি মিথ্যা মামলা দেওয়া হয়। বৃহস্পতিবার রাতেও একটি মিথ্যা মামলা দিয়েছে এসআই সোয়েব। পুলিশের দাবিকৃত টাকা না দেওয়ায় তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে বলেই পরিবারের অভিযোগ।