• শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০৪:০৫ পূর্বাহ্ন |

সৈয়দপুরে টুকরো কাঁচ দিয়ে তৈরি হচ্ছে বিভিন্ন সামগ্রী

sisir photoএম আর মহসিন: কোন চারুকলা বা ইমারত তৈরির বিশ্ববিদ্যালয়ে পড়েনি নিম্ন-মধ্যবিত্ত পরিবারের সন্তাান শিশির (১৬)। কিংবা সংশ্লিষ্ট বিভাগের একাডেমিক প্রশিক্ষণের নেই কোন তার সনদ। শুধু মেধা খাটিয়ে ভাংগা কাচের টুকরো দিয়ে তৈরী করেছে সে বিভিন্ন ঐতিহাসিক সব ইমারত, স্মৃতিসৌধ ও ঘরের শোভা বর্ধনকারি সামগ্রী। সুক্ষ নির্মান শৈলীতে আলোকিত তার এ কাচেঁর টুকরোর সামগ্রীর স্বল্প দরের কারণে দেশÑবিদেশে  সকল শ্রেণীর মাঝে দিন-দিন কদর বাড়ছে। আর তাই বানিজ্যিক ভাবে সরবরাহ বাড়িয়ে এ শিল্পেই স্বনির্ভরতার স্বপ্ন দেখছেন সৈয়দপুরের এ যুবক।
জানা যায়, নীলফামারী জেলার সৈয়দপুর শহরের নতুন বাবু পাড়া এলাকায় বসবাসকারি শেখ রহমত আলি পেশায় ছিলেন একজন কাচঁ ব্যবসায়ী। বিভিন্ন কারণে লোকসানের কবলে পড়ে গত দশ বছর আগে এ ব্যবসা বাদ দেন। তবে কাচের দোকান থাকা অবস্থায় তার ৩য় সন্তান জহির রায়হান শিশির ছোট বেলা থেকেই ভাঙ্গা কাচের টুকরো  বাড়িতে এনে  মনের কল্পনা থেকে তৈরী করতেন বিভিন্ন সামগ্রী। তার পিতার কাঁেচর দোকান না থাকলেও তার সৃষ্টিশীল নির্মান কাজ চলে অবিরত। এভাবে গত বারো বছরে কাচের টুকরোর নির্মান শিল্পে তার দক্ষতাকে শানিত করেন এ যুবক। ঘরে বসে  সপ্তাশচার্যের নির্দশন, ঐতিহাসিক বহুতল ভবন, স্বৃতিসৌধ, বিদেশী বাড়ি, ফুলদানি,বিভিন্ন ফ্রেমসহ ঘর সাজানো নানা সামগ্রি তৈরী করেন। আর এগুলো স্থানিয় মেলার ষ্টলে বিক্রির মাধ্যমে শুরু হয় এ শিল্পের বানিজ্যিক পরিকল্পনার প্রসারনা। গ্রহনযোগ্যতা দেখে তার পিতাও এগিয়ে আসে। ঈদ, পুজা, মেলার বাজার ছাড়াও পর্যটন কেন্দ্রে ও বিভিন্ন পিকনিক স্পটে তার নির্মান শিল্প নিয়ে যান শিশির। সেখানে টুকরো কাঁেচর তৈরী বিভিন্ন সামগ্রীর সকল শ্রেণীর মধ্যে চাহিদা সৃষ্টি হয়। এভাবেই দিন-দিন চাহিদা বাড়ে। তবে সরবরাহ পর্যাপ্ত করতে আর্থিক সংকটের কারণে বেশিদুর এগুতে পারেনি। থমকে যায় তার স্বপ্ন। কোন রকম খুড়িয়ে খুড়িয়ে চলছে। পরিবারের সহযোগিতা থাকলেও ব্যবসা হারানো বিধস্ত পিতাও আর্থিক সহায়তা করতে পারছেন না। তার পরে ও দমে যাননি এ যুবক। শিশির জানায়, শখের বশে কাচের টুকরোর নির্মান শিল্পটি  একদিন যে আয়ের উৎস হবে তা ভাবিনি। সকলের মাঝে এটি গ্রহন যোগ্যতা পাওয়ায় চাহিদা বাড়ছে। আর তাই বিক্রিও বেড়েছে। তবে সরবরাহ ধরে রাখতে ধার-দেনা করে চলতে হচ্ছে। তিনি আরও জানান, এ ভাঙ্গা কাঁচের সামগ্রী তৈরীতে কাচ কাটা কলম, স্কেল, পেন্সিল, আঠা, টুকরো কাচের প্রয়োজন। শিশিরের পিতা শেখ রহমত আলি জানান, সে মেধাবি। দিনাজপুর সরকারি কলেজে অনার্সে হিসাব বিভাগে ২য় বিভাগে পড়ছে। পাশাপাশি বাড়িতে বসে নিজের কল্পনায় কাচের টুকরো দিয়ে তৈরী করছে নানা সামগ্রী আর কাজ কর্ম না থাকায় আমিও তার সাথে যুক্ত হয়েছি। মজুরি ছাড়াই একটি ছোট ফুলদানি তৈরিতে ৫০ ও বড়টি ৮০ টাকা, শহীদ মিনার ১০০, স্মৃতিসৌধ ১০০, ফটোসহ বিভিন্ন ফ্রেম ৪০, বুজ টাওয়ার ১৫০, প্যাসিফিক টাওয়ার ১৫০, গোল্ডেন টাওয়ার ৩০০, তাজমহল ছোট ১০০ ও বড় ৩০০, ওয়াল টব ১২০, চীনা ঘর ১২০, জাপানি ঘর ১২০, টুইন টাওয়ার ২৫০, কুতুবমিনার ২৫০ টাকা ব্যয় হচ্ছে। তার পরেও এটির দর সাধ্যের মধ্যে রাখতে সামান্য লাভে বিক্রি করা হয়। রাজধানি ছাড়াও বিভিন্ন এলাকার অভিজাত দোকানের মালিকরা অর্ডার দিচ্ছে। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তাদের পাঠানো হয়। শিশিরের মা জাহানারা বেগম সন্ধ্যা জানান, ভারত ও পাকিস্তানের ব্যবসায়ীরা এসে অর্ডার দিচ্ছে। এসব তৈরীর  টাকা আমরা পাব কোথায়। তবে হতাশ নন যুবক শিশির। এ সৃষ্টিশীল শিল্পের বাণিজ্যিক প্রসারের মাধ্যমে নিজের স্বচ্ছল হওয়ার স্বপ্ন দেখছেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ