• বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৬:০৪ পূর্বাহ্ন |

লালমনিরহাট সদর থানায় এরশাদের বিরুদ্ধে মামলা

Arsadহাসান মাহমুদ, লালমনিরহাট: ৫জানুয়ারী অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট ১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনে, সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদের বিরুদ্ধে নির্বাচনী ব্যায় সংক্রান্ত আয়কর রির্টান জমা না দেয়ায় লালমনিরহাট সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে ।
এ ব্যাপারে  লালমনিরহাট জেলা প্রশাসক ও জেলা রির্টানিং অফিসার হাবিবুর রহমান সাংবাদিকদের জানান, গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ ১৯৭২ এর অনুচ্ছেদ ৭৪ ধারা অনুযায়ী নির্বাচন কমিশনারের কার্যালয়ে যথাসময়ে নির্বাচনী ব্যয়ের হিসাব দাখিল না করায় এ মামলা দায়ের করা হয়। একই আসনের জাসদ সমর্থিত প্রার্থী সাদেকুল ইসলামের নামেও একই ধারায় একইদিন আরো একটি মামলা দায়ের করা হয়েছে ।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম মাহফুজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, থানার মামলা নং- ১০ ও ১১।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ