নামাজের খুতবায় রোজার গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে বিশেষ বয়ান করেন খতিবরা। রহমত, বরকত ও মাগফিরাতের মাস মাহে রমজানের পঞ্চমদিন জুমার নামাজ শেষে দেশ, জাতি ও বিশ্বের সব মানুষের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। সব বয়সী মুসল্লিদের উপস্থিতি ছিল উল্লেখ করার মতো।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজের আযানের আগে থেকেই মুসল্লিদের ভিড় বাড়তে থাকে। আযানের পর শুরু হয় বিশেষ বয়ান। বয়ান করেন খতিব অধ্যাপক মাওলানা মোহাম্মদ সালাহ উদ্দিন। নামাজ পূর্ব খুতবায় তিনি রোজার গুরুত্ব ও মাহাত্ব বর্ণনা করতে গিয়ে বলেন, ‘এটি এমন এক মহিমান্বিত মাস যে মাসে অক্ষরজ্ঞানহীন কেউ ভক্তি শ্রদ্ধা করে কুরআন শরীফে চুমা দিলেও গুনাহ মাফ হয়ে যায়। রহমতের ছায়ায় ঢাকা থাকে সারাবিশ্ব। পবিত্র এই মাসে এমন একটি রজনী রয়েছে যা হাজার মাসের চেয়েও উত্তম। রিজিকের বরকত হয়। তাই বেশি করে কুরআন তেলাওয়াত, এবাদত-বন্দেগি, পরোপকারের মাধ্যমে এই পবিত্র মাসকে সন্মানিত করা উচিত।’
বায়তুল মোকাররমের খতিব আরও বলেন, ‘এই মাস মুসলমানদের ধৈর্য্য ধারনের উত্তম শিক্ষা দেয়। বিশ্ব মানবতার এই করুণ পরিস্থিতিতে পবিত্র রমজানের শিক্ষা কাজে লাগিয়ে বিশ্ব মুসলিমকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে হবে।’
বিশেষ বয়ানের পর শুরু হয় জুমার খুতবা। এরপর নামাজ শুরু করেন খতিব মাওলানা সালাহউদ্দিন। নামাজের কাতার মসজিদ বাউন্ডারি ছেড়ে বায়তুল মোকাররমের উত্তর গেটের রাস্তা পর্যন্ত গড়ায়।
দুই রাকাত নামাজ আদায় শেষে শুরু হয় মোনাজাত। মহান আল্লাহর কাছে দেশ ও জাতির কল্যাণসহ বিশ্ব উম্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাতে শরিক হন হাজার হাজার মুসল্লি। মোনাজাত পরিচালনা করেন খতিব প্রফেসর মাওলানা মোহাম্মদ সালাহউদ্দিন। মোনাজাতে তিনি বিশ্ব মুসলিমের ঐক্য, সৌহার্দ এবং সুখ শান্তি কামনার পাশাপাশি আগামী রমজানগুলো সঠিকভাবে পালনের তওফীক দান করতে মহান স্রষ্টার কাছে প্রার্থনা করেন। একই সঙ্গে মুসল্লিদের গোনাহ মাফ ও যার যার সৎ ইচ্ছা পূরণে মহান রবের সাহায্যও কামনা করেন। এ সময় আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে মসজিদ প্রাঙ্গণ। চোখের পানি ফেলে অঝোরে কাঁদেন মুসল্লিরা।
এদিকে আইনশৃঙ্খলা রক্ষায় বায়তুল মোকাররম এলাকায় বিশেষ ব্যবস্থা গ্রহণ করে পুলিশ। মসজিদের চারিদিক রাখা হয় বিশেষ নজরদারিতে।