• বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ১১:৫৮ অপরাহ্ন |

আজ মেসির আর্জেন্টিনার পালা

New Rose Cafe, Saidpur

Mesiখেলাধুলা ডেস্ক: স্পষ্টত-ই ব্রাজিল ও আর্জেন্টিনা ঘিরে বাংলাদেশ দুই শিবিরে বিভক্ত। গোটা বিশ্বের মতই। এক শিবিরে শুক্রবার রাত থেকে বইছে আনন্দের বন্যা। কলম্বিয়াকে ২-১ গোলে হারিয়ে নেইমাররা উঠে গেছে শেষ চারে।
আজ আর্জেন্টিনার পালা। আরও স্পষ্ট করলে মেসির। মেসি কী পারবেন বিশ্বের বাকি শিবিরকে একই উন্মাদনায় ভাসাতে? নাকি আজই অশ্রুভেজা সলিল সমাধি হবে আকাশি-সাদা স্বপ্নের! সেটি জানতে খুব একটা সময় লাগবে না। ব্রাসিলিয়ায় কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা মুখোমুখি হচ্ছে বেলজিয়ামের। বাংলাদেশ সময় রাত ১০টা এই ম্যাচ শুরু হবে। আজকের আগে চারবারের মুখোমুখিতে আর্জেন্টিনা তিনটিতে জয় পেয়েছে, একটিতে বেলজিয়াম। আর বিশ্বকাপে দুবারের দেখায় দুদলই সমানে সমান, একটি করে জয়।
তবে সেটি অনেক আগের ইতিহাস। ১৯৮২ ও ১৯৮৬ সালের বিশ্বকাপে। আর সেই ইতিহাসে কিংবদন্তি ম্যারাডোনা জড়িয়ে আসেন বলেই জোরেসোর সামনে আসছে। কারণ আর্জেন্টিনার এই দলেও যে আছে মেসি নামের আরেক জাদুকর। বেলজিয়ামের বিপক্ষে ম্যারাডোনার বিশ্বকাপ ক্যারিয়ারের স্মরণীয় দুটি অধ্যায়। প্রথমটি হতাশার, দ্বিতীয়টি আনন্দের। ১৯৮২ সালে এই বেলজিয়ামের বিপক্ষেই ম্যারাডোনার বিশ্বকাপ অভিষেক আর সেটিতে ১-০ গোলে পরাজয়। পরের বিশ্বকাপে সেমিফাইনালে মুখোমুখি হয় দুদল। ম্যারাডোনা দিয়েছিলেন দুই গোল। তবে দেখার বিষয় মেসি নামের ম্যারাডোনা নিজেকে কোন ইতিহাসে জড়িয়ে রাখেন? একমাত্র মেসিকে ঘিরেই এখন পর্যন্ত স্বপ্ন বাঁচিয়ে রেখেছে আর্জেন্টিনা। আর্জেন্টিনার এই দলের অবস্থা এমন যে, ‘মেসিই আশা-মেসিই ভরসা-মেসিই ত্রাতা’। গ্রুপ পর্বে বসনিয়াকে ২-১, ইরানকে ১-০ এবং নাইজেরিয়াকে ২-১ গোলে হারায় সাবেলা শিষ্যরা। নকআউটে মেসির নিখুঁত পাসে ডি মারিয়ার একমাত্র গোলে সুইজারল্যান্ডকে পরাজিত করে আর্জেন্টিনা।
বিপরীতে গ্রুপপর্বে বেলজিয়াম এবার নজির কাড়া পারফর্মেন্স করে। আলজেরিয়াকে ২-১, রাশিয়াকে ১-০ এবং দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে পরাজিত করে গ্রুপসেরা হয়। নকআউটেও যুক্তরাষ্ট্রের বিপক্ষে ২-১ গোলের জয় পায় তারা। দুদল মাঠে নামার আগে আর্জেন্টিনার কোয়ার্টার ভীতি ঠিকই থাকছে। বিশ্বকাপ মানেই যে কোয়ার্টার ফাইনালে সব শেষ! মেসি ২০০৬ বিশ্বকাপে আর্জেন্টিনার বিদায় দেখেছিলেন বেঞ্চে বসে। গতবার মাঠে নেমে পিষ্ট হয়েছিলেন জার্মান বুলডোজারে। দেখা যাক এবার সেই গল্পটাও নতুন করে লিখতে পারেন কিনা মেসি!
অপর ম্যাচে বাংলাদেশ সময় রাত দুইটায় মুখোমুখি হচ্ছে হল্যান্ড ও এই বিশ্বকাপের বিস্ময় কোস্টারিকা। বিশ্বকাপ তো বটেই আন্তর্জাতিক ফুটবলেও কোস্টারিকা প্রথম মুখোমুখি হচ্ছে বিশ্ব চ্যাম্পিয়ন বধের কারিগরদের।
হল্যান্ড এবার শুরুটাই করেছে গতবারের চ্যাম্পিয়ন স্পেনকে ৫-১ গোলে বধ করে। এরপর গ্রুপপর্বে তারা অস্ট্রেলিয়াকে ৩-২ এবং চিলি ২-০ গোলে পরাজিত করে। আর নকআউটে মেক্সিোকোকে হারায় ২-১ ব্যবধানে।
অন্যদিকে, কোস্টারিকাও কম যায়নি। তাদের গ্রুপ থেকে ইতালি ও ইংল্যান্ডকে প্রথম পর্বেই বাড়ি ফেরার টিকিট কাটতে হয় মূলত কোস্টারিকার কারণেই। উরুগুয়ে প্রথম ম্যাচে ১-০ গোলে হেরে যায়। পরে ম্যাচে ১-০ গোলে বধ হয় ইতালি। শেষ ম্যাচে কোস্টারিকা গোল শূন্য ড্র করলে বাড়ির রাস্তা ধরে ইংল্যান্ড।
এরপর নকআউটে গ্রিসকে টাই-ব্রেকারে ১ (৫)-১ (৩) গোলে পরাজিত করে উঠে স্বপ্নের কোয়ার্টার ফাইনালে। এখন ফুটবলের আরেক জায়ান্ট হল্যান্ডকে বিদায় করে বিস্ময়কে কতদূর নিতে পারেন কোস্টারিয়া!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ