• শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০২:০৫ অপরাহ্ন |

ঠাকুর ঘরে কে রে? আমি কলা খাইনি …

Tareqচট্টগ্রাম: সুইচ ব্যাংকের টাকা নিয়ে মন্তব্য করায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের উকিল নোটিশ প্রদানের খবরে আত্মপক্ষ সমর্থন করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি।

তিনি বলেছেন, ‘প্রধানমন্ত্রীর ঘোষণার পর থেকে বিএনপি নেতাদের মধ্যে যে অস্বস্তি লক্ষ্য করা যাচ্ছে এতে মনে হচ্ছে নিশ্চয়ই সেখানে (সুইস ব্যাংক) জনাব তারেক রহমান ও আরাফাত রহমান কোকোসহ আরো অনেকের টাকা আছে। তাই আমি সন্দেহের কথাটাই বলেছি, টাকা আছে বলিনি। এতে মনে হচ্ছে ঠাকুর ঘরে কে রে? আমি কলা খাই নার মতো। এই সন্দেহের উদ্রেক করানোর জন্য বিএনপি নেতারাই দায়ী।’

শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সাবেক মন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘আমি টেলিভিশন ও পত্রপত্রিকার মাধ্যমে জানতে পারলাম আমাকে নাকি তারেক রহমান উকিল নোটিশ পাটিয়েছে। আমি ভাবছি, উকিল নোটিশের জবাব দেবো নাকি বিএনপির সিনিয়র নেতাদেরকে উল্টো উকিল নোটিশ দেবো।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী যখন ঘোষণা করলেন সুইস ব্যাংকে কাদের টাকা আছে সেটা নিয়ে তদন্ত হবে এবং সেখান থেকে টাকা ফেরত আনার ব্যবস্থা নেয়া হবে। এরপর থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ তাদের সিনিয়র নেতারা যেভাবে কথা বলা শুরু করেছেন এতেই বরং সন্দেহটা ঘনীভূত হয়েছে।’

ড. হাছান মাহমুদ বলেন, ‘যদি তিনি (তারেক) উকিল নোটিশ দিয়ে থাকেন, আমি মনে করি তিনি ভুল করে দিয়েছেন। উকিল নোটিশ তো দেয়া উচিৎ ছিল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি নেতাদের।’

এরআগে ‘নগরায়ণ ও জলাবদ্ধতা: সমুদ্রপৃষ্টের উচ্চতায় হুমকিতে উপকূলীয় শহর’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ