স্বাস্থ্য ডেস্ক: আবার চালু হলো কলকাতার ঢাকুরিয়ার আমরি হাসপাতাল। হাসপাতালের সিইও রূপক বড়ুয়া আজ শনিবার বলেন, হাসপাতালের সামনের দিকের ভবনে একশো শয্যা নিয়ে হাসপাতাল চালু হল। আগামী সপ্তাহে হাসপাতালের পেছনের দিকের ভবনে আরও একশো শয্যার আরেকটি বিভাগ চালু হবে। তিনি বলেন, ২৪ ঘণ্টা পরিষেবা পাবেন রোগীরা। ইতিমধ্যেই অস্থি, কার্ডিওসহ কয়েকটি বিভাগ চালু হয়েছে। বাকি বিভাগগুলি খুব শীঘ্রই চালু হবে। ইতিমধ্যেই হাসপাতালে কাজে যোগ দিয়েছেন ৮০জন বিশেষজ্ঞ চিকিৎসক। আরও ৪০জন বিশেষজ্ঞ কয়েকদিনের মধ্যেই হাসপাতালে যোগ দেবেন।
তেত্রিশ মাস আগে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর বন্ধ হয়েছিল দক্ষিণ কলকাতাসহ রাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ এ বেসরকারি হাসপাতাল। তবে কর্তৃপক্ষ নিরন্তর প্রচেষ্টা চালায় হাসপাতালের পরিষেবা দ্রুত চালু করার জন্য। সেই অনুযায়ী শনিবার খুলে দেয়া হল আমরি হাসপাতাল। প্রথম দিনই এ হাসপাতালে দু’জন অসুস্থ ভর্তি হয়েছেন। তাদের মধ্যে একজনের আজ অস্ত্রোপচারও হবে বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে। এ হাসপাতাল চালু হওয়ায় দক্ষিণ কলকাতা তো বটেই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে রোগীরা ফের পরিষেবা পাবেন বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।