খেলাধুলা ডেস্ক: ১৯৯৮ বিশ্বকাপে রোনালদোর খেলা দেখে দ্য ফেনোমেননের মত ফুটবলার হওয়ার স্বপ্ন দেখেছিলেন উইলিয়ান। ১৬ বছরের ব্যবধানে সে উইলিয়ান সেলেসাওদের বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছেন।অবশ্য স্কলারির শুরুর একাদশে জায়গা হচ্ছিলোনা অ্যাটাকিং মিডফিল্ডারের।তবে নেইমারের ইনজুরিতে কপাল খুলতে যাচ্ছে তার।নেইমারের বদলে একাদশে ঢোকার দৌঁড়ে রামিরেস-বারনার্ডরা থাকলেও সব থেকে এগিয়ে রাখা হচ্ছে উইলিয়ানকেই।তাই এ ক্যারিশম্যাটিক ফুটবলারে সামনে এবার রোনালদো নয় নেইমারের ভূমিকায় সফল হওয়ার চ্যালেঞ্জ।
১৯৫৮ এর বিশ্বকাপ জয়ের পর ৬২’র বিশ্বকাপেও শিরোপা স্বপ্নে বিভোর ছিল সাম্বা কিংরা।তাদের সে স্বপ্ন পূরণও হয়েছিল।তবে যাকে ঘিরে সবচেয়ে বেশি প্রত্যাশা ছিল সেই পেলে কিন্তু সেবার পুরো আসর খেলতে পারেননি।ইনজুরি গ্রুপ পর্বেই শেষ করে দিয়েছিল কালো মানিকের বিশ্বকাপ মিশন।বাকি টুর্নামেন্টে অবশ্য পেলের অভাব বুঝতে দেননি গ্যারিঞ্চা।দারুণ খেলেছেন পেলের বদলি অ্যামারিল্ডো তাভারেজও।এ ফরোয়ার্ডের ৩ গোল সেবার সেলেসাওদের বিশ্ব জয়ের মিশনে বড় ভূমিকা রেখেছিল।আর ৫০ বছরেরও বেশি সময়ের ব্যবধানে আবারও বিশ্বকাপের মাঝ পথে স্কোয়াডের মূল ভরসাকে হারিয়েছে ব্রাজিল।মেরুদণ্ডের চোট শেষ করে দিয়েছে নেইমারের এবারের বিশ্বকাপ মিশন।তবে এতে হতাশ না হয়ে ৬২ বিশ্বকাপের স্মৃতি থেকে অনুপ্রাণিত হতে পারেন অস্কার-উইলিয়ানরা।তবে সেবারের মত ফলাফল পেতে হলে ব্রাজিল স্কোয়াডের কাউকে না কাউকে এবার গ্যারিঞ্চা-তাভারেজদের ভূমিকায় অবতীর্ণ হতে হবে।
নেইমারের অভাব পূরণ করতে হবে-এ কথাটা মাথায় নিয়ে খেলতে নামলে হয়ত একটু ভুলই করবেন উইলিয়ান।বরং এ ব্রাজিলিয়ান তার গতি মেশানো স্বাভাবিক খেলাটা খেলতে পারলেই আনন্দে ভাসবেন ভক্তরা।নেইমার-সিলভার অনুপস্থিতিতে হয়ত বাধ্য হয়েই ফরমেশন বদলাতে হবে স্কলারিকে।সেক্ষেত্রে ৪-৪-২ ব্রাজিলের জন্য অপেক্ষাকৃত ভাল ফরমেশন হতে পারে।তবে ব্রাজিল বস যদি ৪-২-৩-১ তেই স্থির থাকেন সেক্ষেত্রেও দারুণ সার্ভিস দিতে পারেন যে কোন পজিশনে খেলার সামর্থ্য রাখা উইলিয়ান।পুরো মাঠ জুড়েই দাপিয়ে বেড়াতে পারেন তিনি।আর তার এ ক্ষমতা বেশ ভোগাতে পারে ফিলিপ লামদেরকে।তাছাড়া চেলসি সতীর্থ অস্কারের সঙ্গে রসায়নটা ভালই জমতে পারে উইলিয়ানের।উপরের দিকে এ দুজনের ক্রিয়েটিভি হাল্ক ও ফ্রেডকেও খোলস ছেড়ে বেরিয়ে আসতে বেশি সুযোগ দিবে।এদিকে,সেট পিস থেকে গোল করে প্রতিপক্ষকে ভড়কে দেয়ার ক্ষমতাও আছে উইলিয়ানের।চেলসি ও শাখতার ডোনেস্কের হয়ে বেশ কবার তার প্রমাণও দেখিয়েছেন তিনি।তাই নেইমার ইনজুরিতে পড়ায় যেসব ব্রাজিল সমর্থক একেবারেই হাল ছেড়ে দিয়েছেন তাদের কাছে উইলিয়ান বড় চমক হয়ে উঠবেন বলেই মনে হচ্ছে।