• বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৪:১৮ পূর্বাহ্ন |

জলঢাকা ইউএনওকে ১৫ দিনের মধ্যে অপসারনের দাবি

PICTURE-06সিসিনিউজ: আগামী ১৫ দিনের মধ্যে নীলফামারীর জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান হাবিবকে অপসারণ করা না হলে কঠোর আন্দোলনের আল্টিমেটাম দিয়েছেন ঐ উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদ হোসেন রুবেল।  রোববার দুপুরে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ইউএনওর বিরুদ্ধে করা এক সংবাদ সম্মেলণে তিনি এ আল্টিমেটাম দেন।
লিখিত বক্তব্যে শহীদ হোসেন রুবেল বলেন, উপজেলায় যোগদানের মাত্র তিন মাসের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান হাবীব অন্তত এক কোটি টাকার দূর্ণীতি করেছেন। সরকারের বিভিন্ন প্রকল্পের বরাদ্ধকৃত অর্থ ছাড় দিতে প্রকল্পপ্রতি ২০ হাজার টাকা করে ঘুষ নেন। টি.আর ও কাবিখাসহ বিভিন্ন প্রকল্পের অর্থ ছাড় দিতে টনপ্রতি আড়াই হাজার টাকা করে উৎকোচ নেন। এমনকি স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যান জামায়াত নেতা সৈয়দ আলীর সাথে জোগসাজস করে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার অপচেষ্টা করছেন বলে অভিযোগ করেন শহীদ হোসেন রুবেল।
সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, চলতি অর্থবছরে বিভিন্ন উন্নয়নমুলক কাজের কোন ফাইলে ঘুষ ছাড়া স্বাক্ষর করেননি নির্বাহী কর্মকর্তা হাসান হাবিব। এমনকি কাবিখা, কাবিটা, টিআর এর  বিভিন্ন প্রকল্প ও ত্রান মন্ত্রনায়নের আওতায় ব্রীজ কালভার্ট নির্মানের চূড়ান্ত বিলের ফাইল আটক করে রেখে ঘুষের বিনিময়ে নির্বাহী কর্মকর্তা তা ছাড় করেন।  ফলে এসব দূর্ণীতির মাধ্যমে কোটি টাকার ঘুষ বানিজ্য করা হয়।
এসব ঘুষ বানিজ্য সহ বর্তমান সরকারের ভাবমুর্তিক্ষুন্ন করার প্রতিবাদ করতে গেলে উক্ত নির্বাহী কর্মকর্তা আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে অসৌজন্যমুলক আচরন করেন।
ইউএনও হাসান হাবীব ঘুষ-দূর্ণীতি করে সরকারের ভাবমুর্তি ক্ষুন্ন করছেন। তাই সরকার ও দলের ভাবমূর্তি রক্ষা করতে আগামী পনেরো দিনের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান হাবিবের অপসারন দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে কথা বলার জন্য তার অফিসে গেলে জানানো হয় তিনি রাজশাহীতে মিটিংয়ে আছেন। তারপর বারবার ইউএনওর মোবাইলে ফোন দেয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ