ঢাকা : ওজন ও পরিমাপে বিশ্বমান অর্জনের লক্ষ্যে দেশের শিল্পকারখানায় বিএসটিআই’র ভ্রাম্যমাণ ক্যালিব্রেশন (ওজন ও পরিমাপের যথার্থতা নিরূপণ) সেবা চালু করা হয়েছে।
রোববার বিকেলে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এ সেবার উদ্ভোধন করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে এবং জাতিসংঘ শিল্প উন্নয়ন সংস্থার (ইউনিডো) কারিগারি সহায়তায় বিএসটিআই এ সেবা চালু করেন।
বিএসটিআই’র কাছে চারটি ভ্রাম্যমাণ ক্যালিব্রেশন (ওজন ও পরিমাপের যথার্থতা নিরূপণ) ভ্যান হস্তান্তর করা হয়। বিএসটিআই’র কর্মকর্তারা এ ভ্যান ব্যবহার করে দেশের বিভিন্ন কারখানা পরিদর্শন করে উৎপাদিত পণ্য এবং যন্ত্রপাতির ওজন ও পরিমাপের যথার্থতা নির্ধারণ করবে। ফলে অভ্যন্তরীণ বাজারে ওজন ও পরিমাপে কারচুপি প্রতিরোধের পাশাপাশি বাংলাদেশি পণ্যের রফতানির সক্ষমতা বাড়বে।
শিল্পমন্ত্রণালয়ের যুগ্ম প্রধান ও বেটার কোয়ালিটি ইনফ্রাস্ট্রাকচার (বিকিউআই) প্রকল্প পরিচালক লুৎফর রহমান তরফদার এতে সভাপতিত্ব করেন। এতে উপস্থিত ছিলেন- ইইউর রাষ্ট্রদূত উইলিয়াম হানা, বিএসটিআই’র মহাপরিচালক ইকরামুল হক, উপ-পরিচালক মোহাম্মদ আলী, ইউনিডোর কারিগরি পরামর্শক ড. ফ্র্যাঞ্জ হ্যান্সবারগার প্রমুখ।
প্রসঙ্গত, ইইউ’র অর্থয়নে এবং ইউনিডো’র কারিগরি সহায়তায় বাংলাদেশের শিল্পখাতসহ বিভিন্নখাতের গুণগত মানোন্নয়নের লক্ষ্যে ২০১০ সালে বেটার ওয়ার্ক অ্যান্ড স্ট্যান্ডার্ডস পোগ্রাম(বিইএসটি) গ্রহণ করা হয়। এর অংশ হিসেবে শিল্পখাতে আন্তর্জাতিক মানের অবকাঠামো গড়ে তুলতে শিল্প মন্ত্রণালয় ‘বেটার কোয়ালিটি ইনফ্রাস্ট্রাকচার(বিকিউআই)’ শীর্ষক প্রকল্প বাস্তবায়ন করছে। এতে প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৪৮ কোটি টাকা। চলতি বছরের ডিসেম্বরে এ প্রকল্প শেষ হওয়ার কথা রয়েছে। প্রকল্পের আওতায় জাতীয় কোয়ালিটি নীতি প্রণয়নের কাজ চলছে।
এছাড়াও বিএসটিআই’র মান গবেয়ণাগারের আধুনিকায়ন, জনবলের প্রশিক্ষণ এবং বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে কাজ অব্যাহত রয়েছে।
বিএসটিআইকে শক্তিশালী করার অংশ হিসেবে ইতোমধ্যেই প্রতিষ্ঠানের কেন্দ্রীয় কার্যালয়ে বিশ্বমানের ন্যাশনাল মেট্রোলজি ল্যাবরেটরি (এনএমএল) স্থাপন করা হয়েছে। এর আওতায় দেশের শিল্পকারখানায় উৎপাদিত পণ্যের ওজন ও পরিমাপের যথার্থতা নিরূপণের জন্য ভ্রাম্যমাণ ক্যালিব্রেশন সেবা চালু করা হলো।