• বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৪:৫০ পূর্বাহ্ন |

লালমনিরহাটে ট্রাকচাপায় শিশু নিহত

patgram phothoলালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাট-বুড়িমারী স্থলবন্দর মহাসড়কের পাটগ্রাম ইউনিয়নের ধবলসূতী (হরিসভা) এলাকায় বুড়িমারী স্থলবন্দরগামী একটি ট্রাকের(ঢাকা মেট্রো ট-১৪৮৫৬৩) চাপায় আরিফ হোসেন(১২) নামের এক শিশু নিহত হয়েছে।
নিহত আরিফ হোসেন উপজেলার ধবলসতী (হরসভা) এলাকার আলী হোসেনের ছেলে। সে স্থানীয় উকুনিরপাড় (মাঝিপাড়া) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র বলে জনাগেছে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানাগেছে, আরিফ সকালে বাড়ির সামনে মহাসড়কের পাশ দিয়ে হাটছিল । এসময় লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী একটি ট্রাক তাকে সজোড়ে ধাক্কায় দেয়। এসময় আরিফ ছিটকে ওই ট্রাকের চাকার নিচে চাপা পড়ে। স্থানীয়রা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, থানায় এখন পর্যন্ত কোন মামলা দায়ের হয়নি । নিহতের পরিবারে লোকজন মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ