সিসি নিউজ: আজ নেইমারহীন ব্রাজিলের অগ্নিপরীক্ষা। তবে ব্রাজিলকে মোকাবেলায় প্রস্তুত আছে জার্মানীও। বিশ্বকাপের প্রথম ১ম সেমি ফাইনালের ধারাবাহিকতার মধ্যে থাকা জার্মানির মোকাবেলা করবে ব্রাজিল।
বাংলাদেশ সময় রাত ২টায় বেলো হরিজোন্টে ভেন্যুতে অনুষ্ঠিত হবে ম্যাচটি। সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), গাজি টিভি ও মাছরাঙ্গা টেলিভিশন।
ইনজুরির কারণে দলের বাইরে ছিটকে পড়া নেইমারের পরিবর্তিত হিসেবে এ ম্যাচে একাদশে ঠাই পাবার লড়াইয়ে এগিয়ে রয়েছেন মিডফিল্ডার উইলিয়ান ও ফরোয়ার্ড বার্নার্ড। এদের নিয়েই জয়ের স্বপ্ন দেখছে নেইমার বিহীন ব্রাজিল।
চেলসি মিডফিল্ডার উইলিয়ান বলেন, ‘নেইমার ছিলেন আমাদের জন্য মানদন্ড। যে কোন ম্যাচে পার্থক্য গড়ে দেয়ার ক্ষমতা তার মধ্যে রয়েছে। তাই তাকে ছাড়া খেলাটা বেশ কঠিন হবে।
তাকে (নেইমার) হারিয়ে আমরা সবাই দু:খিত। তবে নিজেদের খেলার মান সম্পর্কে আমরা অবগত। সুতরাং তার অনুপস্থিতির পরও আমাদের শক্তিমত্তায় ঘাটতি নেই। তাই (বিশ্বকাপ শিরোপা জয়ের ) স্বপ্ন পুরণের জন্য আমরা সর্বশক্তি নিযুক্ত করব।’
শুক্রবার অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ কলম্বিয়ার রক্ষনভাগের খেলোয়াড় জুনিগা নেইমারের পিঠে হাঁটু দিয়ে আঘাত করলে এই ইনজুরির ঘটনা ঘটে। ম্যাচের ৮৮তম মিনিটে ওই ঘটনার ফলে স্ট্রেচারে চড়ে মাঠ ছাড়তে হয় ব্রাজিলীয় সুপার স্টারকে। ইনজুরির ফলে বিশ্বকাপ থেকে ছিটকে পড়েন নেইমার।
ম্যাচে অবশ্য স্বাগতিকরা ২-১ গোলে জয়লাভ করে সেমিফাইনাল নিশ্চিত করে। ফলে মঙ্গলবার বেলো হরিজোন্টে মাঠে সেমি-ফাইনালে অংশ নিতে পারবেন না বার্সেলোনা তারকা।
এদিকে বিশ্বকাপের সুচনা লগ্নের ম্যচে সাইড বেঞ্চে কাটিয়ে দেয়া উইলিয়ানকে শনিবার অনুশীলণ পর্বে বিশেষ ভাবে ঘষামাজা করা হয়। তবে এতেই জর্মানির বিপক্ষে ম্যাচের জন্য পুরোপুরি নিশ্চয়তা পাচ্ছেননা তিনি।
অবশ্য সমর্থকদের সতর্ক করে দিয়ে তিনি বলেন, বার্সেলোনা সুপার স্টারের সরাসরি পরিবর্তিত হিসেবে যেন তারা তাকে প্রত্যাশা না করেন।
তিনি বলেন,‘ নেইমারের সঙ্গে দলের অন্য খেলোয়াড়ের তুলনা আপনি করতে পারবেন না। তিনি অনেক বেশী মান সম্পন্ন খেলোয়াড়। কিছু কিছু সামঞ্জস্যতা থাকলেও তার সঙ্গে আমার খেলার ধরনে ভিন্নতা রয়েছে। নেইমার সচরাচর ফরোয়ার্ডে খেলে থাকেন। আর আমি মুলত মিডফিল্ডার।’
তবে নেইমারের পরিবর্তে দোনেস্ক সাখতারের উইঙ্গার বার্নার্ডের দিকেও নজর রয়েছে ব্রাজিলীয় কোচ স্কলারির।
এদিকে বিশ্ব ফুটবলের দুই শক্তিধর ফুটবল জাতি ব্রাজিল ও জার্মানী মিলে এ পর্যন্ত ২৪ বার বিশ্বকাপের সেমি ফাইনাল খেলেছে। তবে ২০০২ বিশ্বকাপের পর দল দুটি প্রথম বারের মত বিশ্ব মঞ্চে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছে।
জার্মান মিডফিল্ডার বাস্তিয়ান শোয়েনস্টেইগার বলেছেন এ ম্যাচটির ক্ষেত্রে রেফারিকে আরো বেশী নিবিড়ভাবে কাজ করতে হবে। কারন গত দুই ম্যাচে স্বাগতিক ব্রাজিল ৫৯টি ফাউল করেছে, আর জার্মানী করেছে ২৯টি।
তিনি বলেন,‘এবারের ব্রাজিল দলে আগের ব্রাজিলের মত যাদুকরি শক্তি নেই। তাদের খেলার ধরনেও পরিবর্তন এসেছে। তীব্রভাবে প্রতিরোধ গড়ে তোলাটা খেলারই একটি অংশ। তবে এ ক্ষেত্রে রেফারীকেও কিছুটা সতর্ক থাকতে হবে।
শোয়েনস্টেইগার বলেন,‘ স্বাগতিক দলের বিপক্ষে খেলাটা যেমন সম্মানের তেমনি চ্যালেঞ্জের। তবে ব্রাজিলের বিপক্ষে ফাইনালে খেলতে পারলে বেশী ভাল হতো। আপনি কতটা অভিজ্ঞ সেটি কোন বিষয় নয়, বরং ফুটবল পাগল এই দেশে স্বাগতিকদের মুখোমুখি হওয়ার বিষয়টি কিছুটা আলাদা।
ইতোমধ্যে ব্রাজিলের সাবেক তারকা রোনালদোর ১৫ গোলের রেকর্ডের সমতায় পৌছে যাওয়া জার্মান স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসা ব্রাজিলের বিপক্ষে ম্যাচটিতে গোল করতে পারলে একক ভাবে পৌছে যাবেন বিশ্ব ফুটবলের সর্বোচ্চ গোলদাতার আসনে।
স্বাগতিক অধিনায়ক থিয়াগো সিলভার অনুপস্থিতিতে একাদশে ঠাই পেতে পারেন ডিফেন্ডার দন্তে। তার বায়ার্ন মিউনিখ সতীর্থ শোয়েনস্টেইগার মনে করেন এতে উভয় পক্ষই লাভবান হবে।
তিনি বলেন,‘ আশা করছি সে শুরু করবে। তাকে আমরা ভালভাবেই জানি। তার সামর্থ্য ও দুর্বলতা সম্পর্কেও আমাদের ধারনা রয়েছে। তবে সেও জানে আমাদের খেলার ধরন সম্পর্কে।
চতুর্থ বিশ্বকাপের জন্য দীর্ঘ ২৪ বছরের অপেক্ষার অবসান ঘটানোর জন্য মরিয়া জার্মানী। ট্নাা তৃতীয়বারের মত তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে খেলার হাত থেকে রক্ষা পেতে তাই জোয়াচিম লোর শিষ্যরা হার এড়ানোর জন্য চেস্টা করবে।
অধিনায়ক ফিলিপ লাম কৌতুক করে বলেন,‘ সত্যিকার অর্থে আমার ওই ম্যাচ খেলার দরকার নেই। আমাকে বরং সেখান থেকে মুক্তি দেয়া হোক।’
উল্লেখ্য ২০০৬ ও ২০১০ সালের বিশ্বকাপ সেমি- ফাইনালে পরাজিত হয়ে তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে খেলতে হয়েছে জার্মানদের।