• সোমবার, ১৬ জুন ২০২৫, ০৩:৪৬ অপরাহ্ন |

দর্শনায় স্কুলছাত্রীকে অপহরণ চেষ্টায় আটক ১

Hand Cupচুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা ইসলাম বাজারপাড়া থেকে জ্যোতি খাতুন (১৫) নামে এক স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে সাজিব (১৯) নামের এক কলেজ পড়ুয়া ছাত্র।
মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিজানুর রহমান জানান, উপজেলার দর্শনা থানাপাড়ার সিরাজুল ইসলামের স্কুলপড়ুয়া মেয়ে জ্যোতি খাতুন প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। ইসলাম বাজারপাড়া রাস্তায় পৌঁছলে দর্শনা রেল কলোনি পাড়ার ওবায়দুল ইসলামের দর্শনা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণিতে পড়ুয়া ছেলে সাজিব তাকে জোরপূর্বক অপহরণের চেষ্টা করে। এ সময় জ্যোতির চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে তাকে উদ্ধার করেন এবং অপহরণকারী সাজিবকে গণধোলাই দিয়ে দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রে সোপর্দ করেন।
রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছিল বলে জানিয়েছেন দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ