ঢাকা: জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, বিরোধী দলের ভূমিকা যদি সংসদ বর্জন করা হয়, মাইক ভেঙে ফেলা হয়, অশ্রাব্য গালাগাল করা হয়, তবে সে ভূমিকায় আমরা বিশ্বাস করি না। সংসদে বিরোধী দলের ভূমিকা নিয়ে টিআইবির সমালোচনা প্রসঙ্গে তিনি বলেন, টিআইবি সব সময় তির্যক রিপোর্ট দেয়।
এরশাদ বলেন, জাতীয় পার্টি এত দিন মৃত ছিল। এখন জেগে উঠেছে। এগিয়ে চলছে। তিনি বলেন, বিএনপির নাম-নিশানা বলতে কিছু নেই। তারা সংসদে নেই, রাস্তায় নেই। শুধু টেলিভিশনে বিবৃতিতে হুমকি দিচ্ছে।
এরশাদ বলেন, টিআইবির রিপোর্ট সত্য নয়। আমরা সংসদে বলেছি, দেশে সুশাসনের অভাব। খুন-জখম বেড়ে গেছে। প্রতিকার নাই। ফেনী, নারায়ণগঞ্জে খুনের ঘটনা আমরা তুলে ধরেছি।
সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি কাজী ফিরোজ রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ আবু হোসেন, মহানগর দক্ষিণ কমিটির সাধারণ সম্পাদক জহিরুল আলমসহ দলের কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন।