• বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৭:০১ পূর্বাহ্ন |

মাইকভাঙ্গা বিরোধী দল হতে চাই না: এরশাদ

earsad_30167_0ঢাকা: জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, বিরোধী দলের ভূমিকা যদি সংসদ বর্জন করা হয়, মাইক ভেঙে ফেলা হয়, অশ্রাব্য গালাগাল করা হয়, তবে সে ভূমিকায় আমরা বিশ্বাস করি না। সংসদে বিরোধী দলের ভূমিকা নিয়ে টিআইবির সমালোচনা প্রসঙ্গে তিনি বলেন, টিআইবি সব সময় তির্যক রিপোর্ট দেয়।

মঙ্গলবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় পার্টির ঢাকা মহানগর দক্ষিণ কমিটি আয়োজিত ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এরশাদ এসব কথা বলেন।

এরশাদ বলেন, জাতীয় পার্টি এত দিন মৃত ছিল। এখন জেগে উঠেছে। এগিয়ে চলছে। তিনি বলেন, বিএনপির নাম-নিশানা বলতে কিছু নেই। তারা সংসদে নেই, রাস্তায় নেই। শুধু টেলিভিশনে বিবৃতিতে হুমকি দিচ্ছে।

এরশাদ বলেন, টিআইবির রিপোর্ট সত্য নয়। আমরা সংসদে বলেছি, দেশে সুশাসনের অভাব। খুন-জখম বেড়ে গেছে। প্রতিকার নাই। ফেনী, নারায়ণগঞ্জে খুনের ঘটনা আমরা তুলে ধরেছি।

সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি কাজী ফিরোজ রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ আবু হোসেন, মহানগর দক্ষিণ কমিটির সাধারণ সম্পাদক জহিরুল আলমসহ দলের কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ