মাদারীপুর : মাদারীপুর সদর হাসপাতালে এক গৃহবধূর লাশ ফেলে পালিয়ে গেছে শ্বশুরবাড়ির লোকজন। নিহত শিপন বেগম শরীয়তপুর সদর উপজেলার রায়পুর ইউনিয়নের চন্দ্রপুর গ্রামের বেলায়েত হোসেনের স্ত্রী। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।
মাদারীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. আলতাফ হোসেন বলেন, সকাল ৯টার দিকে শিপন বেগম (৩২) নামের ওই গৃহবধূকে তার স্বামী বেলায়েত হোসেনসহ কয়েকজন মৃত অবস্থায় নিয়ে এসে লাশ রেখে পালিয়ে গেছে। পরে আমরা মর্গে রেখেছি। তার কোনো আত্ময়ী-স্বজন দুপুর ২টা পর্যন্ত আসেনি। তিনি আরো বলেন, আমরা বিষয়টি পুলিশকে অবহিত করেছি।