• বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৬:৩১ পূর্বাহ্ন |

ফুলবাড়ী উপজেলায় বিশ্ব জনসংখ্যা দিবস পালন

Health Pic-2ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় সারা দেশের ন্যায় বিশ্ব জনসংখ্যা দিবসে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত। শুক্রবার সকাল সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে জনসংখ্যা দিবস পালনে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে এসে শেষ হয়। র‌্যালী শেষে গতকাল শুক্রবার সকাল সাড়ে ১১টায় কমপ্লেক্সে সভাকক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোঃ ইসমাইল হোসেনের সভাপতিত্বে জনসংখ্যা দিবস পালনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার শুরুতেই কোরাআন তেলওয়াত করেন মোঃ মরশেদুল আলম  ও গীতা পাঠ করেন সুবিতা ব্যানার্জি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারমান, অধ্যক্ষ খুরশিদ আলম মতি, আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে  বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার, মোঃ মনিরুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মঞ্জুরুল কাদের, উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের অফিসার এমসিএইচএফপি ডাঃ নুরুল ইসলাম, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি অমরচাঁদ গুপ্ত অপু, এছাড়া উপস্থিত ছিলেন ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সভাপতি মোঃ আফজাল হোসেন, সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম জুয়েল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এলুয়াড়ী ইউনিয়নের উপ স্বাস্থ্য সহকারী ডাঃ জাকির হোসেন, সুবিতা রানী ব্যানার্জি, দৌলতপুর ইউনিয়নের উপ স্বাস্থ্য সহকারী মোঃ কাজল। এবারের প্রতিপাদ্য ছিল তারুণ্যে বিনিয়োগ আগামীর উন্নয়ন। বিশ্ব জনসংখ্যা দিবস পালন শেষে মাঠপর্যায়ে ভাল কাজ করায় ফুলবাড়ী উপজেলা পরিবার পরিকল্পনা অফিস থেকে ৪জনকে প্রশংসা পত্র প্রদান করেন। এদের মধ্যে শ্রেষ্ঠ ইউনিয়ন শিবনগর ও শ্রেষ্ঠ হন আলাদীপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র। অন্যান্যদের মধ্যে প্রশংসা পত্র পান পরিবার কল্যান সহকারী সুফিয়া বেগম, পরিবার কল্যান পরিদর্শীকা মোঃ আরজিনা খাতুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ