আকতার হোসেন বকুল, হিলি: দিনাজপুরের বাংলাহিলি বাজারে অভিযান চালিয়ে ১ কোটি ৬২ লাখ টাকা মুল্যের ভারতীয় বিপুল পরিমাণ শাড়ী ও পোশাক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার রাতে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে বাজারের ১৩টি দোকান থেকে এগুলি জব্দ করা হয়। এ অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন জয়পুরহাট ৩ বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর নাসির ইমাম রুমি, হাকিমপুর উপজেলা র্নিবাহী অফিসার আজহারুল ইসলাম,হাকিমপুর পৌর মেয়র সাখাওয়াত হোসেন শিল্পী সহ বাজার কমিটির লোকজন।বাংলাহিলি বাজারে অভিযানে ভারতীয় এসব জব্দ কৃত পন্য গুলো পাওয়া যায় যথাক্রমে লাবণ্য ফেশান,মা বস্ত্রালয়,সৌখিন বস্ত্রালয়,পাবনা বস্ত্রালয়,চামেলী ফেশান এবং জননী বস্ত্রালয় উল্ল্যেখ যোগ্য। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে, শাড়ী ১৬৫৫পিস, থ্রিপিস ৮৮৬পিস, শার্টপিস ৩২পিস বেডশীট ৫২পিস, বেড কভার ১২পিস ও গালিচাপিস ৭৩পিস।
জয়পুরহাট-৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুর রাজ্জাক জানান, গতরাতে বাংলাহিলি বাজারের ১৩টি গার্মেন্টস দোকানে টাস্কফোর্সের মাধ্যমে অভিযান চালানো হয়। সেখান থেকে ভারতীয় এই মালামাল গুলি জব্দ করা হয়েছে। পরে সিজার লিষ্টের মাধ্যমে প্রধানমন্ত্রীর ত্রান তহবিলে পাঠানো হবে বলে তিনি জানান।