আতাউর রহমান, রাজিবপুর(কুড়িগ্রাম): দীর্ঘদিন যাবৎ ভারী বর্ষন নেই। খাল,বিল,পুকুর ও ডোবায় পানি জমে নেই। সে কারনে কুড়িগ্রামের রাজিবপুরে পাট চাষীরা পাট কেটে বিপাকে পড়েছে । আর না কেটেও উপায় নেই। কারন ক্ষেতে ক্ষেতে পাট গাছ মরে যাচেছ। তাই বাধ্য হচেছ পাট কাটতে। পাট কেটে জাগ দেওয়ার তেমন কোন স্থান না থাকায় গ্রামের কৃষক হন্য হয়ে ঘুরছে কোথায় তাদের পাট জাগ দিবে। যে জলাশয় গুলোতে চাষীরা পাট জাগ দিত ,সেখানে মৎস্য খামারীরা মাছ চাষ করেছে । ফলে পাট জাগ দেওয়ার মত তিল পরিমান জায়গা পাচেছনা । অনেকে পুকুর ডোবায় স্যালো মেশিন লাগিয়ে পানি দিয়ে পাট জাগ দেওয়ার ব্যর্থ চেষ্টা করছে । অনেকে ডোবা ভাড়া নিয়ে পাট জাগ দিচেছ। ডোবার পানিতে পাট পচাঁনোর জন্য সোনালী আশঁ পাটের গুনমান কমে যাচেছ। বাজারেও সে পাট বেশী দামে বিক্রি করতে পারছে না কৃষক ।