• সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ১০:০৫ অপরাহ্ন |

পর্দা নামল বিশ্বকাপের

New Rose Cafe, Saidpur

54133_wcখেলাধুলা ডেস্ক: ফ্রিডম। সলিডারিটি। প্যাশন। এবং ডাইভারসিটি। চারটি শব্দের স্লোগানে বিদায় নিল ব্রাজিল বিশ্বকাপ। বুকে জমাটবাঁধা আর্তনাদ সত্ত্বেও বর্ণাঢ্য আয়োজনেই ২০১৪ সালের বিশ্বকাপকে বিদায় জানাল ব্রাজিল। কলম্বিয়ান পপ তারকা শাকিরার হৃদয়স্পর্শী সুর মূর্ছনা শিহরণ বইয়ে দিলো হাজারো ভক্তের শরীরে। ঐতিহ্যবাহী সাম্বা নৃত্য আর ফুটবলকে নিয়েই মঞ্চস্থ হলো ফুটবলের নান্দনিক সৌন্দর্য ও শক্তির উৎপত্তিস্থল ব্রাজিলে বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠান। ফুটবলের প্রতি কৃতজ্ঞতা ও এর নজরকাড়া সৌন্দর্যের ক্যালিওগ্রাফির মধ্যে ফুটিয়ে তুললেন পারফরমারেরা।
 রিও ডি জেনিরোর হোম অব ফুটবল মারাকানা স্টেডিয়ামে জমকালো আয়োজনে ব্রাজিল সমাপ্তি টানল বিশ্বকাপ মহাযুদ্ধের। কংক্রিটের চার দেয়ালের মধ্যে বিশ্বখ্যাত সঙ্গীততারকাদের মনোমুগ্ধকর পরিবেশনা মুগ্ধ করল পুরো বিশ্বকে। সুরের ঝঙ্কার ও বাদ্যের তালে পারফরমারেরা ফুটিয়ে তোলেন ব্রাজিলের সাংস্কৃতিক বৈশিষ্ট্য, সাধারণ মানুষের হাসিকান্না ও অপরিসীম ধনভাণ্ডার। মাত্র ১৮ মিনিটের অনুষ্ঠানে সুনিপুণভাবে ব্রাজিল প্রদর্শন করল ফুটবলের প্রতি অকৃত্রিম ভালোবাসা।
মাঠের লড়াইয়ে স্বাগতিকদের ভরাডুবির কারণে কষ্টের পাহাড় জমেছে ব্রাজিলের জনসাধারণের হৃদয়ে। বিশ্বকাপ দেশটির অনেকের কাছেই পরিণত হয়েছে স্রেফ দুঃস্বপ্নে। এর পরও সমাপনী অনুষ্ঠানে কোনো কিছুরই কমতি রাখেনি ল্যাটিন আমেরিকার সর্ববৃহৎ দেশটি। ফুটবলের প্রতি অকৃত্রিম ভালোবাসা প্রদর্শন করেই বিগত এক মাসের বিশাল আয়োজনকে গুডবাই জানাল। অনুষ্ঠানের শুরুতেই ব্রাজিলীয় সংস্কৃতির অন্যতম নিদর্শন সাম্বা নৃত্যের প্রদর্শনী খোরাক জোগাল নিখাঁদ বিনোদনের। বাদ্য ও সুরের ছন্দে নেচে-গেয়ে মাতিয়ে তুলল মঞ্চ। দর্শকেরাও সাম্বার উন্মাদনায় মেতে উঠলেন। সাগর তীরের ফুটবল ও সাম্বার প্রতীকী রূপে মিলেমিশে একাকার হয়ে গেল প্রতিটি প্রাণ। এরই এক ফাঁকে টুর্নামেন্টে অংশগ্রহণকারী ৩২ দলের পতাকা হাতে মঞ্চে ঘুরে গেলেন পারফরমারেরা।
ফুটবলকে কেন্দ্র করেই সমাপনী অনুষ্ঠানের পুরোটা মঞ্চস্থ হলো মারাকানায়। দুই ফাইনালিস্ট ব্রাজিল-আর্জেন্টিনার জার্সি দুই মানব ফুটবল নিয়ে মেতে উঠেন অকল্পনীয় খেলায়। শরীরের বিভিন্ন ভাঁজে ফুটবলীয় কারুকার্য ফুটিয়ে তোলেন নিপুণভাবে। বাদ্যের তালে তালে মানবস্পর্শে ফুটবলের বিস্ময়কর এই সৃষ্টি তৈরি করল অসাধারণ দৃশ্যের।
শাকিরার ‘লা, লা, লা’র অপেক্ষা বেশিক্ষণ করতে হয়নি বিশ্বকে। বিগত দুই বিশ্বকাপ মাতানো কলম্বিয়ান পপ তারকা উর্বশীর রূপে মঞ্চে আসতেই নড়েচড়ে বসতে বাধ্য হলেন সবাই। শাকিরা গাইলেন। জয় করলেন অগণিত হৃদয়। লা,লা,লা’র সুর মূর্ছনায় মাত হলো পুরো বিশ্ব। কলম্বিয়ান তারকার পারফরম শেষ না ‘ভবিষ্যৎ প্রেরণার’ স্লোগান নিয়ে মঞ্চে এলেন ওয়ারকিফ জেন ও কার্লোস সান্তানা। গাইলেন তাদের সুপার হিট সং ‘উই উইল ফাইন্ড এ ওয়ে’। সব শেষে ব্রাজিলীয় সঙ্গীতের সুর মূর্ছনায় দর্শকদের বিমোহিত করেন পাইরেস ও সাঙ্গালো। মনমাতানো বাদ্য ও সুরের মধ্যেই বিশ্বকে স্বাধীনতা, সমতা, ভালোবাসা ও ঐক্যের ডাক নিয়ে বিদায় নিলো ব্রাজিল বিশ্বকাপ। গুডবাই ব্রাজিল। স্বাগতম রাশিয়া ২০১৮ বিশ্বকাপ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ