সিসিনিউজ: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সৈয়দপুর উপজেলা শাখার উদ্যোগে রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকালে শহরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য ও রংপুর মহানগরী সভাপতি আল-আলামিন হাসান। বিশেষ অতিথি ছিলেন নীলফামারী জেলা সভাপতি মোঃ মিজানুর রহমান। প্রধান আলোচক হিসেবে দারস পেশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা শাখার সেক্রেটারী আব্দুর রশিদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সৈয়দপুর উপজেলা জামায়াতের আমীর গোলাম মোস্তফা, শুরা সদস্য মাওলানা মাহমুদুল হাসান, ছাত্রশিবির সৈয়দপুর উপজেলা সভাপতি হাফেজ আব্দুল মুুয়ীদ, সেক্রেটারী মোঃ শরিফুল ইসলাম, সৈয়দপুর শহর সভাপতি মোঃ সাহবাজ উদ্দিন সবুজ, সৈয়দপুর কলেজ শাখা সভাপতি আরশাদ আলী প্রমুখ। অনুষ্ঠানে সৈয়দপুর উপজেলার প্রায় ৩ শতাধিক ছাত্র অংশগ্রহণ করে। এছাড়া বন্ধু সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সৈয়দপুর জেলা শাখার নেতৃবৃন্দ, সূধীজন ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।